আমাদের কথা খুঁজে নিন

   

রামুর ঘটনায় আমরা দুঃখিত কিন্তু তোমরা কেন দুঃখিত নও!!!?

নাস্তিক, লীগ, দল, আহলে হাদিস, শিবির, মাজার পূজারী এর গোলামী করলে খবর আছে..... রামুর ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করেছি, কিছুলোক ত্রন সামগ্রি জোগার করে তাদের কাছে পাঠাচ্ছে। সত্যিই প্রশংসার দাবী রাখে কাজ গুলো। আমি এটাকে সাম্প্রদায়ীক হামলা না বলে বলব রাজনৈতিক হামলা। কিন্তু মিডিয়া প্রচার করছে উগ্রসাম্প্রদায়ীক হামলা!!! হিসেবে। এখন যা বলতে চাই তা হল, আমরা মুসলমানের সন্তানরা তো অনেক ক্ষমা চাইলাম।

আমি নিজেও একেবারে অন্তর থেকে তাদের সমবেদনা জানাচ্ছি। কারন আমি যদি তাদের সমবেদনা না জানাই তবে তো আমার ধর্মের কথাই আমি মানলাম না। কিন্তু প্রশ্ন হল, কিছুদিন আগে বার্মা বা মায়ানমারে যে, বদ্ধরা মুসলমানদের কচুকাটা করল তখন কি কোন বদ্ধ ব্লগে পোস্ট দিয়ে ক্ষমা চেয়েছে। ক্ষমা না চাক, সমবেদনা জানিয়েছে?? তখন ফেসবুকের সেই তথাকথিত মিডিয়ারা সিমান্তে যে, মানুষগুলো মাথা কাটার ভয়ে আশ্রয় চাচ্ছিল তাদের পক্ষে কি গিটার হাতে নিয়েছিল। তৈরি কি করেছিল কোন ভিডিও।

এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে, বার্মায় তো কক্সবাজার আর রামুর বৌদ্ধুরা গিয়ে মুসলমানদের মারেনি?? আপনাকে আমি বলব, রামুতে গিয়ে কি আমি আক্রমন করেছিলাম?? এই মিডিয়ার আসলে গাঁয়ে কোন কাপড় নেই, এরা সবকিছুই করতে পারে। আর এর সাথে সাথে আপনিও কি আপনার গায়ের কাপড় হারাচ্ছেন? আমরা কোন প্রকার ক্ষতি না করে সহমর্মিতা জানিয়েও খারাপ। মিডিয়ায় প্রতিদিন সংবাদে রামু কিন্তু রাজধানীর স্কুলে যে, রসূল (সাঃ) কে নিয়ে হিন্দু শিক্ষক কটাক্ষ করে তার কোন শিরোনাম হয়না। যদি একটার বিচারও হতো তবে আজকের রামুর ঘটনা ঘটত না। আমি আরও লজ্জিত বার্মার বুদ্ধদের আমি জঙ্গি বলতে পারলাম না।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.