আমাদের কথা খুঁজে নিন

   

যোগাযোগমন্ত্রীর সামনেই ছাত্রলীগের দুই পক্ষের হাতাহাতি

সিলেটে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সামনেই ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ নির্বাচনে দলের একক প্রার্থী মনোনয়নের লক্ষ্যে সিলেট নগরের জালালাবাদ গ্যাস মিলনায়তনে আয়োজিত কর্মীসভায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সামনে বসা নিয়ে মহানগর ছাত্রলীগের সহসভাপতি রুহেল তরফদার ও কর্মী আলী হোসেন হাতাহাতিতে জড়িয়ে পড়েন। মঞ্চে বসে এ অবস্থা দেখে মন্ত্রী উঠে দাঁড়ান। একপর্যায়ে তিনি মঞ্চ ছেড়ে চলে যেতে চান। এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে ছাত্রলীগের নেতা-কর্মীরা মন্ত্রীর কাছে ক্ষমা চান।

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরীর সভাপতিত্বে সভায় যোগাযোগমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ।

এতে বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, হবিগঞ্জের সাধারণ সম্পাদক আবু জাহিদ ও সুনামগঞ্জের সভাপতি মতিউর রহমান।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.