আমাদের কথা খুঁজে নিন

   

প্রকাশিত হলো দেশের প্রথম অনলাইন সিনে ম্যাগাজিন 'মুখ ও মুখোশ'

বুকের ভেতর বহু দূরের পথ... আজ ১ জুন ২০১৩ প্রকাশিত হলো দেশের প্রথম অনলাইন সিনে ম্যাগাজিন (ত্রৈমাসিক) 'মুখ ও মুখোশ' । প্রথম বাংলা সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ এর নামানুসারে প্রথম বাংলা অনলাইন সিনে ম্যাগাজিনের নামকরণের পেছনে যৗক্তিক কিছু কারন রয়েছে। বাংলা চলচ্চিত্র অনেক চড়াই উতড়াই পেরিয়ে এই দশকে যেনো আবার নতুন করে যাত্রা শুরু করলো। আমাদের চলচ্চিত্রকে শিল্প ঘোষণা, চলচ্চিত্রে সুস্থ পরিবেশ ফিরে আসা, নতুন প্রতিভাবান মুখের আনাগোনা যেনো চলচ্চিত্রে এক নতুন দিনের আশার কথাই শোনাচ্ছে আমাদের। চলচ্চিত্র নিয়ে বেশ কিছু ম্যাগাজিন থাকলেও অনলাইনে পূর্নাঙ্গরুপে ‘মুখ ও মুখোশ'-ই প্রথম ম্যাগাজিন।

মুখ ও মুখোশ কিছু তরুনের স্বপ্ন। কিছু তরুন; যারা ১৬ কোটি মানুষের কথা বলে। বাংলাদেশের সর্বপ্রথম অনলাইন সিনে ম্যাগাজিনে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে মানসম্পন্ন ফিচার, রিভিউ এবং খবর প্রকাশ করার। যেহেতু আমরা শুধু ঢালিউডের চলচ্চিত্রই নয়, বরং বিদেশী অনেক চলচ্চিত্র দেখে থাকি, তাই ঢালিউডের পাশাপাশি হলিউড, বলিউড এবং বিশ্বের অন্যান্য দেশের চলচ্চিত্র সম্পর্কে তথ্য ও রিভিউ দিয়ে ম্যাগাজিনকে সাজানো হয়েছে। এছাড়াও সিনেমা নির্মানে ইচ্ছুক তরুনদের জন্য রয়েছে ফিল্মমেকিং বিভাগ।

রয়েছে তরুনদের ফিল্ম নিয়ে আলাদা বিভাগ- ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম। আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চটুকু ঢেলে দেয়ার জন্য। জনশক্তি, অর্থ, সময়ের স্বল্পতা স্বত্বেও আমাদের চেষ্টার কোন ত্রুটি থাকেনি মুখ ও মুখোশকে একটি আন্তর্জাতিক সিনে ম্যাগাজিন এর মতো করে সাজানোয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। মুখ ও মুখোশ ত্রৈমাসিক সিনে ম্যাগাজিন হলেও এটি প্রতি সপ্তাহে খবর দিয়ে হালানাগাদ হবে।

প্রতি সপ্তাহের সিনেমা সম্পর্কিত তথ্য পেতে মুখ ও মুখোশে চোখ রাখুন। মুখ ও মুখোশ ম্যাগাজিনের লিংক ফেসবুকে মুখ ও মুখোশ এর সঙ্গে থাকুন  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.