আমাদের কথা খুঁজে নিন

   

ইমরান তালেবান ‘প্রতিনিধি’

ইমরান ছাড়া তালেবান প্রস্তাবিতদের মধ্যে অপর চারজন হচ্ছেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের লাল মসজিদের প্রধান ইমাম মাওলানা আব্দুল আজিজ, ধর্মীয় রাজনৈতিক দলের তিন শীর্ষনেতা মাওলানা সামিউল হক, মুফতি কিফায়াতুল্লা এবং প্রফেসর ইব্রাহিম খান।

শনিবার তালেবান গোষ্ঠীর পক্ষ থেকে এসব নাম প্রস্তাব করা হয় বলে জানিয়েছে বিবিসি।

পাকিস্তানি তালেবান তেহরিক ই তালেবান পাকিস্তানের (টিটিপি) পক্ষ থেকে মুখপাত্র শহিদুল্লাহ শহিদ বলেছেন, “আমাদের হয়ে কমিটির সদস্যরা সরকারি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।”

তালেবান গোষ্ঠীর সঙ্গে সরকারের শান্তি আলোচনার জোরালো সমর্থক পিটিআই। কিন্তু দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, শান্তি প্রচেষ্টা এগিয়ে নিতে দলটির নেতা ইমরান অন্য কোনো ভূমিকা পালন করবেন।

২০১৩ সালের মে মাসে পাকিস্তানের ক্ষমতায় এসে তালেবানের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

এই প্রতিশ্রুতির পরও তালেবানের প্রাণঘাতী হামলা অব্যাহত থাকার মুখে গত সপ্তাহে নওয়াজ বলেছিলেন, শেষ সুযোগ হিসেবে শান্তি আলোচনা শুরুর জন্য একটি প্রতিনিধি দলের নাম ঘোষণা করতে পারে তালেবান।

তালেবানের পক্ষ থেকে এই প্রস্তাব বিবেচনার কথা জানানো হয়েছিল, এবার নাম পাঠালো তারা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।