আমাদের কথা খুঁজে নিন

   

২০১৩ সালের সেরা আলোচিত জোকসের কয়েকটি দেখুন

নিরন্তর নিভৃতি

1. পবিত্র ঈদুল ফিতরের নামাজের
জানাজা অনুষ্ঠিত হবে (নানক)
2. বিরোধীদলের নেত্রী রানা প্লাজার
দুর্ঘটনাস্থলে যাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত
হয়েছে (হাসিনা)
3. জামায়াত-শিবির ভবনের গেট এবং স্তম্ব
ধরে নাড়াচাড়া করায় ওই
ভবনটি ধসে পড়েছে (মখা)
4. বাড়িতে যাওয়ার সময় ঘরে তালা লাগিয়ে যান
(সাহারা)
5. সরকারের পক্ষে কারো বেডরুম
পাহারা দেওয়া সম্ভব নয় (হাসিনা)
6. হেফাজতে ইসলাম এই
পথে আসবেনা আমি জানি আর তাই
আমি তাদেরকে ঠেকানোর জন্য এখানে অবস্থান
নিয়েছি (মুরগি কবীর)
7. আওয়ামীলীগের ভুল হতেই পারে,ফেরেস্তারও
ভুল হয় (নাসিম)
8. কান টানলেই মাথা আসে। রানার
স্ত্রীকে গ্রেফতার করেছি এখন ওকে আটক
করতে সময় লাগলেও কোনো সমস্যা নেই
(পুলিশ)
9. বোখারী শরীফে আল্লাহ বলেছেন -"লাকুম
দীনুকুম অলিয়া দ্বীন" (হাসিনা)
10. ম্যাডাম
ঐটা বোখারী না তো ঐটা দোয়ায়ে কুনুত
(মতিয়া)
11. বঙ্গবন্ধু মদ জুয়া হারাম করেছেন -
(নৌ মন্ত্রী শাজাহান খান)
12. ক্ষমতায় থাকলে টাকা পয়সা বাড়তেই
পারে (মাল)
13. আমি আছি তাই বাংলাদেশ নিরাপদে আছে ।
আমার চোখ বন্ধ হলে কী হবে তা আল্লাহ
রাব্বুল আলামিন জানেন (হাসিনা)
14. আমার চেয়ে বেশী দেশপ্রেমিক আর
কে আছে ?! (হাসিনা)
15. শেয়ার মার্কেটে কোন ইনভেস্টর নাই, সব
জুয়াড়ি (মাল)
16. সরকারের উচিৎ মাঝে মাঝেই কারেন্ট বন্ধ
রাখা , তাহলেই জনগন
বুঝবে আমরা কি করেছি ( হাসিনা)
17. শুধু আওয়ামিলীগের কর্মিরাই রাসুলের
উম্মত (মতিয়া)
18. থ্রি জি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল (সাহারা)
19. T-২০ বিশ্বকাপ এদেশে না হলে এর জন্য
খালেদা জিয়া দায়ী (মাল)
20. আমার বেয়াই রাজাকার হলেও
যুদ্ধাপরাধী নয় (হাসিনা)
21. দু একশ কুটি টাকা হলমার্ক এ
কেলেংকারী হয়েছে এইটা কোন ব্যপার না (মাল)
22. আওয়ামীলীগ ইসলামের হেফাজত
করে (মতিয়া)
23. রাস্তার বিলবোর্ড সড়ক দুর্ঘটনার
অন্যতম কারণ (কাদের)
24. আবুল হোসেন খাটি দেশপ্রেমিক (হাসিনা)
25.আমার প্রধানমন্ত্রীত্বের দরকার নেই
(হাসিনা)
26. ক্ষমতার লোভ আমার নেই (হাসিনা)
27. দেশের মানুষের জন্য প্রয়োজনে বাবার মত
জীবন দেব (হাসিনা)
28. জঙ্গিশিবির যত্রতত্র বৈষ্ঠা/মুত্র ত্যাগ
করে জনজীবন ব্যাহত করেছে (মখা)
29. জামায়াত-শিবির হরতাল
দিয়ে মানবতা বিরোধী অপরাধ করেছে (হাসিনা)
30. কম খান বাজারে কম যান (ফারুক)

(উপরে ২০১৩ সালের আমার
জানা কয়েকটি জোকস শেয়ার করলাম )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.