আমাদের কথা খুঁজে নিন

   

প্রাণবিজ্ঞান গবেষণায় এগুচ্ছে চীন

এক প্রতিবেদনে এবিসি নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চেয়ে চীনে বিজ্ঞানবিষয়ক শিক্ষার্থীদের আগের চেয়ে বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে।
নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন-এ প্রকাশিত এক প্রতিবেদনে ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রাণবিজ্ঞান বিষয়ে গবেষণায় অর্থ বরাদ্দ নিয়ে তথ্য প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, জাপান চিকিৎসাবিষয়ক গবেষণায় ৯০০ কোটি ডলার বরাদ্দ বাড়িয়েছে এদিকে যুক্তরাষ্ট্রে বরাদ্দ কমেছে ১২০০ কোটি ডলার।
সবচেয়ে বেশি হারে বরাদ্দ বাড়িয়েছে চীন। ২০০৭ সালে প্রাণবিজ্ঞান বিষয়ে গবেষণায় চীনের বরাদ্দ ছিল মোট ২০০ কোটি ডলার।

২০০৮ সালে তা বেড়ে দাঁড়ায় ৮৪০ কোটি ডলারে। বরাদ্দ বেড়েছে শতকরা ৩১৩ ভাগ।
যুক্তরাষ্ট্র প্রাণবিজ্ঞান বিষয়ে বরাদ্দ ৫১.২ ভাগ থেকে কমে ৪৫.৪ ভাগে নেমেছে। যদিও এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র চিকিৎসাবিষয়ক গবেষণায় সবচেয়ে বেশি বরাদ্দ দিচ্ছে। ২০০৭ সালে বরাদ্দ ছিল ১৩ হাজার ১৩০ কোটি ডলার।

২০১২ সালে ১১ হাজার ৯৩০ কোটি ডলারে কমিয়ে আনা হয়। একই সময়ে এশিয়ার বিভিন্ন দেশে বিজ্ঞানবিষয়ক গবেষণায় বরাদ্দ ৪ হাজার ১১০ কোটি ডলার থেকে বাড়িয়ে ৬২ হাজার কোটি ডলার করা হয়েছে। এক্ষেত্রে এগিয়ে জাপান। তারা দুই হাজার ৮২০ কোটি ডলার থেকে ৩ হাজার ৭২০ ডলার করেছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.