আমাদের কথা খুঁজে নিন

   

শামসুরের প্রথম টেস্ট শতক

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার টেস্টের তৃতীয় দিন মধ্যাহ্ন-বিরতির পরপরই অ্যাঞ্জেলো ম্যাথিউসের বলে কাভার দিয়ে চার মেরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম তিন অঙ্কে পৌঁছান শামসুর।

১০২ রানে অপরাজিত শামসুর শতকে পৌঁছান ১৮১ বলে। তার ইনিংসটি সাজানো ১০টি চার ও ১টি ছক্কায়।

৪৫ রান নিয়ে খেলা শুরু করেন শামসুর। দিনের পঞ্চম ওভারের প্রথম বলে অর্ধশতকে পৌঁছান তিনি।

৮৩ বলের অর্ধশতকটি আসে কিথুরুয়ান পেরেরার বলে এক রান নিয়ে। এ সময় পাঁচটি চার আসে তার ব্যাট থেকে।

প্রথম অর্ধশতককে শতকে পরিণত করার পথে ইমরুল কায়েসের সঙ্গে দ্বিতীয় উইকেটে চমৎকার এক জুটি উপহার দিয়েছেন শামসুর।

প্রথম শতকে পৌঁছানোর পর নিজেকে বেশ গুটিয়ে নিয়েছিলেন তিনি। এসময় ভালো বল সমীহ করলেও বাজে বলকে চার-ছক্কা বানাতে কোনো ভুল করেননি।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতকটি পেয়ে যেতে পারতেন নিজের দ্বিতীয় ওয়ানডেতেই। নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দিলেও শামসুর ফিরেছিলেন ৯৬ রানে।

সে কারণেই হয়তো ছক্কা মেরে নব্বইয়ের ঘরে গিয়ে অনেকটাই সতর্ক হয়ে পড়েন তিনি। দলকে ১ উইকেটে ২০১ রানের দৃঢ় অবস্থানে রেখে মধ্যাহ্ন-বিরতিতে যাওয়ার সময় শামসুর অপরাজিত ছিলেন ৯৩ রানে।




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।