আমাদের কথা খুঁজে নিন

   

শামসুরের দ্বি-শতক

সোমবার ৯ উইকেটে ৩০১ রান নিয়ে খেলা শুরুর পর আর মাত্র দুই রান যোগ করে ইস্ট জোন।

জবাবে দিন শেষে ৬ উইকেটে ৪২৯ রান করে সেন্ট্রাল জোন। ৪ উইকেট হাতে নিয়ে ১২৬ রানে এগিয়ে আছে তারা।

শাহরিয়ার নাফীসের সঙ্গে শামসুরের ৬১ রানের উদ্বোধনী জুটি সেন্ট্রাল জোনকে ভালো সূচনা এনে দেয়। তবে নাফীসের আউটের পর  মার্শাল আইয়ুব, মেহরাব হোসেন জুনিয়র ও অধিনায়ক মাহমুদুল্লাহর  দ্রুত বিদায়ে ১২২ করতেই ৪ উইকেট হারিয়ে ফেলে সেন্ট্রাল জোন।

অপরাজিত ২২৯ রান করে ফিরছেন শামসুর রহমান।

জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা রকিবুল হাসানের সঙ্গে ৬৩, উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসানের সঙ্গে ১৫৫ ও ইলিয়াস সানির সঙ্গে শামসুরের অবিচ্ছিন্ন ৮৯ রানের তিনটি জুটির সৌজন্যে চারশ' পেরিয়েছে সেন্ট্রাল জোন।

২২৯ রানে অপরাজিত শামসুরের সঙ্গে ৩২ রানে ব্যাট করছেন সানি। শামসুরের ২৬০ বলের ইনিংসে ছিল ২৪টি চার ও ৭টি ছক্কা। প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে শামসুরের সর্বোচ্চ ছিল ১৩৪ রান।

উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসানের সঙ্গে ১৫৫ রানের জুটি গড়েন শামসুর।

শামসুরকে সঙ্গ দিয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে গেলেও মাত্র ৬ রানের জন্য শতক না পাওয়ার হতাশা নিয়ে ফিরতে হয়েছে হাসানকে। ৮১ বলে ১৭টি চার মেরে ৯৪ রান করেন হাসান।

ইস্ট জোনের পক্ষে আলাউদ্দিন বাবু ২ উইকেট নেন ৮৪ রানে। এক বছরের বেশি সময় পরে প্রথম শ্রেণির ম্যাচ খেলা মাশরাফি বিন মুর্তজা পেয়েছেন এক উইকেট।

তবে ১২ ওভারে ৭৬ রান দিয়েছেন দেশসেরা এই পেসার।

 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।