আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসা দিতে পারতাম

আমার এই নষ্ট কষ্ট জীবনের সাথে
তোমার জীবনটা না জড়িয়ে ভালোই করেছো
তোমাকে কি দিতে পারবো বলো?
হয়তো পারবোনা পাজারো প্যারাডো কিনে দিতে
পারবো না নিত্য দামি শপিং মলে নিয়ে যেতে
না পারবো কোনদিন দম দেয়া বেলুনের মত
নীল আকাশের বুকে চিরে উড়িয়ে নিয়ে যেতে
আমার হাতের মুঠি খুলে তোমাকে অবাক করে
হিরের একটি আংটিও কিনে দিতে পারবো না
তোমার জন্য কয়েক জোড়া চাকার-বাকর
মাথার উপর দামি ঝাড় বাতি, পায়ের নীচে দামি কার্পেট
অথবা হিমশীতল হাওয়ার ঘর, কিছুই হইতো পারবোনা দিতে
তবে শুধু শুধু কেন তোমার লাল নীল জীবনটাকে,
আমার মত বেওয়ারিশ পথের কাঙ্গালের সাথে জড়াবে
এক বুক হতাশা নিয়ে তিলে তিলে মারবে নিজেকে
তার চেয়ে তুমি বরং ভালোই করেছো।
তবে, তোমাকে বিলাশী এই সব সুখ দিতে না পারলেও
অনেক দামী একটা জিনিস তোমাকে দেবার ছিল
যেটা আমি তোমাকে সারা জীবন দিয়ে যেতে পারতাম
পারতাম হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে আগলে রাখতে।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.