আমাদের কথা খুঁজে নিন

   

আমি আবার ভালোবাসতে চাই।

আমার মাঝে আমি,নিজেকে বার বার খুজি । জয় হোক স্বপ্নের,সত্যি হোক জীবনের আশা । মানুষের মাঝে মানুষ,উড়ায় হৃদয়ের ফানুশ ।



আমি আবার ভালোবাসতে চাই।




আমি আবার ভালোবাসতে চাই।
সেই ছুটে যাওয়া চলন্ত ঢাকায়,
সোডিয়াম লাইটের নিচে উড়ন্ত পোকাগুলির সাথে,
কিংবা সহস্র বাসের যাত্রীদের
কোলাহলের সাথে বন্ধুত্ব করে
আমি মিশে যেতে চাই শহরের অলিতে গোলিতে
নিউমার্কেট থেকে উত্তরা
শাহবাগ হতে পুরান ঢাকা
আমি আবার ভালোবাসতে চাই।

আমি আবার গল্প লিখতে চাই
কবিতার খাতায় আঁকতে চাই প্রেমিকার মুখছবি
এই শহরে যানজটে আটকে থাকা,
গাদাগাদি করে ঝুলতে থাকা
মানুষগুলির সাথে মিশে
আমি আবার ভালোবাসতে চাই।

মধ্যরাতে একাকি হেটে কুয়াশা মাড়িয়ে
নিয়ন আলোয় নিজেকে হারিয়ে
প্রিয় মানুষটির কাছে পৌছে দিতে চাই
আমার এই কবিতাখানা

আমি আবার ভালোবাসাতে চাই
কোলাহল থেকে নিস্তব্ধতায়
শহর থেকে গ্রামে
এই জীবন হতে ঐ জীবনে,
আমি বার বার লিখতে চাই
চিত্‍কার করে বলতে চাই
শহর গ্রাম জানিয়ে
যানজটে আটকে থাকা মানুষগুলোকে শুনিয়ে
ঘুমন্ত মানুষের ঘুম ভাঙ্গিয়ে
রাত জাগা পাখিদের কলকাকলি থামিয়ে
চলন্ত ট্রেনের হুইসেন মাড়িয়ে
সমগ্র পৃথিবী স্তব্ধ করে আমি বলতে চাই,
"আমি ভালোবাসি।"

আমি আবার ভালোবাসতে চাই,
আমি বারবার ভালোবাসতে চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.