আমাদের কথা খুঁজে নিন

   

চাঁপাইনবাবগঞ্জ ও গৌরনদীতে মন্দির ভাঙচুর

চাঁপাইনবাবগঞ্জ ও গৌরনদীতে প্রতিমা ভাঙচুর ও অগি্নসংযোগ করছে দুর্বৃত্তরা। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-চাঁপাইনবাবগঞ্জ : গতকাল ভোরে সদর উপজেলার চরবাসুদেবপুর গ্রামে সরস্বতী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সকালে খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. চিত্রলেখা নাজনীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চরঅনুপনগর ইউনিয়নের চেয়ারম্যান এস এ বাদী বাদশা জানান, ভোরে দুর্বৃত্তরা হিন্দু কল্যাণ ট্রাস্টের মন্দিরে প্রতিমার দুই হাত, হাঁসের মাথা ভেঙে দিয়েছে এবং সরস্বতীর মাথা ঘুরিয়ে দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দুর্বৃত্তদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

গৌরনদী (বরিশাল) : গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইছাগুড়ি বাকাই গ্রামে বুধবার রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা একটি মন্দিরে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে মন্দিরের আংশিক ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় অধিবাসী ও পুলিশ জানায়, বুধবার রাত একটার দিকে গ্রামের জ্ঞানাই তালুকদারের বাড়ির মন্দিরে আগুন দেয় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। ইছাগুড়ি বাকাই গ্রামের নীশি কান্ত রায়ের পুত্র অখিল চন্দ্র রায় জানান, রাত একটার দিকে মন্দিরে আগুন দেখতে পেয়ে তা নিভিয়ে ফেলেন। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.