আমাদের কথা খুঁজে নিন

   

নাটোর মহাসড়কে ১২ ট্রাকে ডাকাতি, আহত ১০

নাটোরের নাটোর-পাবনা মহাসড়কে গাছ ফেলে ডাকবাহী একটি সরকারি কাভার্ডভ্যানসহ ১২টি ট্রাকে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। এতে ১০ জন আহত হয়েছেন। ডাকাতেরা টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে গেছে।

আজ শুক্রবার ভোর ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার কয়েনবাজারসংলগ্ন কবরস্থানের সামনে নাটোর-পাবনা সড়কে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরে দুর্বৃত্তরা সড়কে গাছ ফেলে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ায় ডাকবাহী একটি সরকারি কাভার্ডভ্যানসহ ১২টি ট্রাক আটকে যায়।

এ সময় ২০ থেকে ২৫ জন ডাকাত দুটি

দলে ভাগ হয়ে ট্রাকগুলোর সামনে ও পেছন থেকে হামলা করে। তারা গাড়ির চালক ও সহকারীদের নামিয়ে মারধর করে এবং টাকা ও মোবাইলফোন কেড়ে নেয়।

বনপাড়া মহাসড়ক পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার প্রায় ১ ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ কোনো ডাকাতকে ধরতে পারেনি। তবে অপরাধীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে নিশ্চিত করেছেন বনপাড়া মহাসড়ক পুলিশের সার্জেন্ট নিকুঞ্জ কুমার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।