আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিনিয়ত ঘটছে ধর্ষণের ঘটনা। ঘরে বসে থাকার আর সময় নেই। এখনই সময় বিবেক কে জাগানোর, সোচ্চার কন্ঠে প্রতিবাদে মুখর হবার, সবাই এগিয়ে আসুন।

যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। দামিনী চলে গেছে, তবু যায়নি। দামিনীর রূপে হাজার নারী রয়েছেন আমাদেরই দেশে।

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে প্রায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা টাঙ্গাইলের সেই কিশোরী। নয় বছরের সেই নিষ্পাপ শিশুটির উপরে হয়েছে নির্মম পাশবিকতা। এগুলো "শুধু জানতে পারা" সাম্প্রতিক ঘটে যাওয়া ধর্ষণ। এরকম আরো হাজার ঘটনা অতীতে ঘটেছে, ঘটছে। সভ্যতা যখন এগিয়ে চলেছে দুর্বার গতিতে, এ কোন মধ্যযুগিয়তা আমাদেরকে ছেয়ে ফেলছে? সহব্লগারদের পোষ্টের পর আমরা ব্লগারদের আহবান করি একসাথে বসে এই ব্যাপারে আলোচনা করতে।

তার প্রেক্ষিতে আমরা কিছু ব্লগার ৩১/১২/২০১২, সন্ধ্যায় অলিয়েস ফ্রসেজে একত্রিত হই এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনায় বসি। আমরা আলোচনায় যতখানি অনুধাবন করেছি যে ২/১ টা কর্মসূচীর মাঝে এর প্রতিকার সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সচেতনা সৃষ্টি ও সামাজিক আন্দোলন। ধর্ষণ এর খবর প্রতিদিনই আমরা পত্রিকার পাতা দেখছি। আবার এমন অনেক ঘটনা ঘটছে না খবর হওয়ার আগেই চাপা পড়ে যাচ্ছে।

আমরা আর চুপ করে থাকতে পারিনা, আমাদের সচেতন মানসিকতা নিয়ে আর ঘরে বসে থাকা সম্ভব নয়। এগিয়ে আসুন, সর্বত্র প্রতিবাদের ঝড় তুলি, হটিয়ে দেই যত ধর্ষনকারী। ধর্ষকের শাস্তির ভয়াবহ দৃষ্টান্ত দেখতে চাই। চাই সর্বত্র এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন যা আমাদেরই মাঝে বসবাস করা পশুদের নিয়ন্ত্রণে ভুমিকা রাখবে। সবকিছু ভেবে এবং আরো ব্লগারদের সরাসরি ও ভার্চুয়ালী সম্পৃক্ততা বাড়ানোর আহবান করে কিছু প্রস্তাব রাখছি গতকাল উপস্থিত সকল ব্লগারের পক্ষ থেকে।

১) আমরা বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে কিছুটা ব্যতিক্রম যা মিডিয়াকে আকৃষ্ট মিডিয়াকে আকৃষ্ট করবে হতে পারে র‍্যালী (মোমবাতি হাতে, গলায় প্লাকার্ড যেখানে বিভিন্ন রকম লিখা বা বিভিন্ন সময়ের ঘটে যাওয়া ঘটনার বর্ননা), হতে পারে মানব বন্ধন (বিভিন্ন সাজে সজ্জিত হয়ে)| পথ নাটক করতে পারি বিভিন্ন স্থানে, স্বল্প দীর্ঘ চলচিত্র তৈরি করতে পারি যা আমরা দেশের ছোট-বড় সংগঠন এবং ভার্সিটিগুলোতে পাঠিয়ে প্রদর্শনের ব্যবস্থা করতে পারি। ২) ব্লগার যারা দেশের বাইরে থাকেন তারাও এইসব ক্ষেত্রে অনেক গুরুত্বপুর্ন ভুমিকা রাখতে পারেন। সে ক্ষেত্রে প্রবাসী বাঙালীদের এই বিষয়ে নিয়ে আলোচনায় বসতে পারে। এ্যাম্বাসীর সামনে মানব বন্ধন করতে পারেন যা বিশ্ব জুড়ে একটা সাড়া মিলতে পারে। ৩) অনেক মানুষের সম্পৃক্ততা বাড়ানোর জন্য আমরা একটা ফেবু গ্রুপ তৈরি করতে পারি।

৪) এই ধরনের বিভিন্ন ঘটনাগুলো কে ভিকটিম চাইলে নাম প্রকাশ করে কিংবা না চাইলে অন্যনামে তা ব্লগে প্রকাশ করতে পারি ঘটনাগুলো। যেসব বিষয় অন্তরায়ে চলে গেছে ভিকটিম তার বা তাদের বিচার এখনো চায় তাও আমরা পুনরায় প্রকাশের মাধ্যেমে মিডিয়ার নজরে এনে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করতে পারি। কারো যদি অন্য কোন প্রস্তাব থাকে আমাদের জানান। সর্বোপরি এই সবকিছুই করা সম্ভব সকল ব্লগারের সম্পৃক্ততায়। খুবই শীঘ্রই আমরা একটা র‍্যালী করতে চাইছি।

প্রথম কর্মসূচী হিসেবে র‍্যালী আগামী ১১ই জানুয়ারী শুক্রবার বিকাল ৫ টায় (প্রস্তাবিত তারিখ) শাহবাগ মোড় থেকে বাংলা একাডেমি, শহীদ মিনার, ফুলার রোড, অপারজেয় বাংলা, টিএসসি হয়ে শাহবাগে শেষ করতে পারি। পোষ্টে আলোচনা হউক। মনে রাখবেন , প্রতিবাদ র‍্যালিতেই শেষ হয়ে যাবে না । এটা শুরু মাত্র । আরও কর্মসূচী নেওয়া হবে ।

আরও জোরালো প্রতিবাদ হবে । প্রতিবাদের মূল একদফা দাবী '' ধর্ষকদের ফাঁসী চাই , কোন কথা নাই । ' আপনারা মতামত ও পরামর্শ দিন। যেকোনো পরামর্শে যোগাযোগ করুন: মেইল: মোবাইল: আমিনুর রহমান ০১৭৫৫৩০৬০২১ দিকভ্রান্ত*পথিক: +৬০১৮৭৭৩১৫৮৪ Facebook users, প্লিজ এখানে জয়েন করুন আমাদের সকল আপডেট ও ইভেন্ট এলার্ট পেতে! আন্দোলনের অফিসিয়াল Facebook গ্রুপ লিংক: "ধর্ষণ সহ সকল যৌন নিপীড়নের বিরুদ্ধে সামাজিক আন্দোলন" র‍্যালীর ও অন্যান্য কর্মসূচির সিদ্ধান্ত সহ তারিখ ও সময়ের আপডেট পাবেন এই পোস্টে। সকল ব্লগারদের আহবান করছি, আপডেটের সাথে থাকুন, প্রতিবাদী হোন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.