আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু নিয়ে সৌদিত

অ্যাম্বুলেন্সের পুরুষ কর্মীদের ছাত্রী হোস্টেলে প্রবেশের অনুমতি না দেওয়ায় অসুস্থ এক ছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সৌদি আরবে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশটির অসংখ্য নাগরিক।

সৌদি আরবের ওকাজ পত্রিকায় বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদ বিশ্ববিদ্যালয়ের আমনা বাওয়াজ নামের একটি আবাসিক হোস্টেলের একজন ছাত্রী বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসার জন্য হাসপাতালে খবর দেওয়া হয়। যথাসময়ে অ্যাম্বুলেন্সের পুরুষ কর্মীরা তাকে হাসপাতালে নিতে হোস্টেলে আসলে তাদের ভেতরে প্রবেশে বাধা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হল গেটে দুই ঘণ্টা ধরে অপেক্ষা করতে থাকে অ্যাম্বুলেন্সটি। অসুস্থ ছাত্রীর সহপাঠীরা তাকে হাসপাতালে পাঠাতে শিক্ষকদের অনেক অনুরোধ করেন। কিন্তু ছাত্রী হলে পুরুষ ঢুকলে পর্দার বরখেলাপ হবে এ যুক্তিতে পুরুষ কর্মীদের হলের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এক পর্যায়ে বিনা চিকিৎসায় ওই ছাত্রীর মৃত্যু হয়। টাইমস অব ইন্ডিয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.