আমাদের কথা খুঁজে নিন

   

মোশাররফের স্ত্রীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য খন্দকার মোশাররফের স্ত্রী বিলকিস আক্তার যুক্তরাজ্যে অর্থ পাচার করেছেন। স্বামীর সঙ্গে অর্থ পাচারে তারও সংশ্লিষ্টতা পাওয়া গেছে। গতকাল বিলকিস আক্তারকে দুদক প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে দুর্নীতি দমন কমিশন-দুদকের তদন্ত কর্মকর্তা ও উপ-পরিচালক আহসান আলী সাংবাদিকদের কাছে এমন দাবি করেন। তিনি আরও বলেন, বিলকিস আক্তার যৌথ অ্যাকাউন্টের বিষয়ে সত্যতা স্বীকার করেছেন এবং টাকা পাচারে তারও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। সকাল সাড়ে ১০টা থেকে বেলা সোয়া ১২টা পর্যন্ত বিলকিস আক্তারকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের কর্মকর্তা। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে বিলকিস আক্তার বলেন, আমাকে দুদক হাজির হতে নোটিস দিয়েছে। আমি নোটিসের প্রতি সন্মান জানিয়ে হাজির হয়ে যা যা বলার দুদককে বলেছি। আমি কোনো ভাবেই অর্থ পাচারের সঙ্গে জড়িত ছিলাম না। দুদক জানায়, যুক্তরাজ্যের লয়েডস্ টিএসবি অফশোর প্রাইভেট ব্যাংকে খন্দকার মোশাররফ ও স্ত্রী বিলকিস আক্তার হোসেনের যৌথ অ্যাকাউন্টে ৮ লাখ ৪ হাজার ব্রিটিশ পাউন্ড জমা রয়েছে। ওই ব্যাংকের ১০৮৪৯২ নম্বর হিসাবে ফিঙ্ড টার্ম ডিপোজিট হিসেবে এই অর্থ জমা করা হয়। বাংলাদেশি টাকায় এর পরিমাণ ৯ কোটি ৫৩ লাখের বেশি। দুদকের প্রাথমিক অনুসন্ধানে এ অর্থ পাচারের বিষয়টি প্রমাণিত হওয়ায় গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর রমনা মডেল থানায় মামলা দায়ের করে দুদক। মামলার পরিপ্রেক্ষিতে গত ১২ মার্চ রাতে গুলশানের নিজ বাসভবন থেকে খন্দকার মোশাররফকে গ্রেফতার করে দুদকের একটি বিশেষ টিম।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.