আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রী প্রার্থী হচ্ছেন রাহুল

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন কংগ্রেস পার্টি প্রধানমন্ত্রী হিসেবে দলের সহ-সভাপতি, সোনিয়া গান্ধীর পুত্র রাহুল গান্ধীর নাম ঘোষণা করতে পারে। ভারতীয় গণমাধ্যমগুলোয় গতকাল এ তথ্য জানানো হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার রিপোর্টে বলা হয়, কংগ্রেস ২০১৪ সালের নির্বাচন সামনে রেখে দলীয় কর্মীদের উদ্বুদ্ধ ও উজ্জীবিত করতে ১৭ জানুয়ারি একটি অধিবেশন ডাকার সিদ্ধান্ত নিয়েছে। ধারণা করা হচ্ছে, এ অধিবেশনে দলের সহ-সভাপতিকে নির্বাচনে দলের প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করা হতে পারে। অধিবেশনের সিদ্ধান্ত ঘোষণার পর দলের মুখপাত্র প্রিয়া দত্ত সাংবাদিকদের বলেন, পুরো কংগ্রেস এ অধিবেশনের দিকে তাকিয়ে আছে। আর যদি প্রধানমন্ত্রী প্রার্থীর ঘোষণার সিদ্ধান্ত হয় তাহলে আমরা খুবই খুশি হব। তিনি বলেন, আপনারা জানেন, পুরো কংগ্রেসে মাত্র একজনই নেতা আছেন এবং আমরা চাইব যে রাহুল গান্ধীকেই সামনে নিয়ে আসা হবে। কংগ্রেস মনে করে, রাহুল গান্ধীকে দলীয় নির্বাচনী প্রচারণার প্রধান হিসেবে রাখলে দলের কর্মীদের মনোবল চাঙ্গা হবে এবং প্রচারণাও গতি পাবে।

এদিকে লোকপাল বিলকে সমর্থনের জন্য আন্না হাজারেকে চিঠিতে ধন্যবাদ জানিয়েছেন রাহুল গান্ধী। তিনি লিখেছেন, আন্নার চিঠি তাকে সাহস জুগিয়েছে। অন্যদিকে রাজ্যসভায় গতকালই পেশ হয়েছে লোকপাল বিল। আলোচনার পর ভোটাভুটির মাধ্যমে দ্রুত বিলটি পাস করে ফেলতে চায় অধিকাংশ রাজনৈতিক দল। জি নিউজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.