আমাদের কথা খুঁজে নিন

   

রোনাল্ডোকে লাল কার্ড দেখানো রেফারি সাসপেন্ড

লাল কার্ড দেখানোর খেসারত দিতে হলো রেফারিকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে লাল কার্ড দেখানোর কারণে তিন ম্যাচে সাসপেন্ড সিআর সেভেন। এক মাস সাসপেন্ড। শুধু তাই নয়, এই মৌসুমে আর রিয়াল মাদ্রিদের ম্যাচ করাতে পারবেন না তিনি।

লা লিগার রেফারি মিগুয়েল আইজা গামেজ ভালোই বিপদে পড়ে গেলেন।

গত রবিবার আতলেতিক বিলবাওয়ের বিরুদ্ধে রোনাল্ডোকে সরাসরি লাল কার্ড দেখান তিনি। লা লিগার রিভিউ কমিটি ভিডিও ফুটেজ দেখার পর সিদ্ধান্ত নিয়েছে গামেজকে এক মাস সাসপেন্ড করার। রিয়ালের ম্যাচও করাতে পারবেন না তিনি। ধারণা করা হচ্ছে, লা লিগার ম্যাচ করানোর লাইসেন্সও কেড়ে নেওয়া হতে পারে।

খবরটিতে খুশি রিয়াল মাদ্রিদ ক্লাব।

তারা আশা করছেন স্বয়ং রেফারি শাস্তি পাওয়ায় রোনাল্ডোর শাস্তি কমতে পারে। সেই ম্যাচে রোনাল্ডো বিপক্ষ ফুটবলারকে ঠেলার সময় অনেকটাই প্লে-অ্যাক্টিং করে পড়ে যান বিলবাওয়ের ফুটবলার আন্দের ইতুরাস্পে। তারপর সরাসরি রোনাল্ডোকে লাল কার্ড দেখান রেফারি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।