আমাদের কথা খুঁজে নিন

   

জ্বলে উঠতে হবে রোনাল্ডোকে



কেপটাউন, জুন ২০ বলা হচ্ছে এই বিশ্বকাপে সেরা তারকাদের একজন হবেন তিনি। কিন্তু প্রথম ম্যাচেই নিজের নামের প্রতি সুবিচার করে খেলতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। আইভরি কোস্টের সঙ্গে সেই ড্রয়ের ধাক্কা সামলে উঠে সোমবার আবারো মাঠে নামছে তার দেশ পর্তুগাল। গ্র"প 'জি' এর এই খেলায় তাদের প্রতিপক্ষ উত্তর কোরিয়া। বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় ব্রাজিলের কাছে ১-২ গোলে হারলেও উত্তর কোরিয়ার ফুটবল নজর কেড়েছে সবার।

দ্বিতীয় পর্বে ওঠার সম্ভাবনা জিইয়ে রাখতে হলে এই খেলায় জিততেই হবে এশিয়ার এই দেশটিকে। চাপে আছে পর্তুগালও। জয় চাই তাদেরও। তাই তো দলের কোচ কার্লোস কুইরোজ বলছিলেন, "আমার মনে হয়, আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচের চেয়ে এই খেলা অনেক বড়। কেননা এই ম্যাচে হার মানেই বিশ্বকাপ থেকে বিদায়।

অথচ আমরা শিরোপা জেতার জন্য দক্ষিণ আফ্রিকা এসেছি। " এ কারণে একজনকে নিজের সেরাটা ঢেলে দিতে হবে। তিনি খেলা তৈরির কারিগর ক্রিশ্চিয়ানো রোনালদো। তার দিকে তাকিয়ে আছে পুরো দল। গত কয়েক বছর ধরে ক্লাব ফুটবলে অসাধারণ খেলছেন তিনি।

তার ছিটেফোটা দেখা গেলেও ম্যাচ শেষে হাসি থাকবে পর্তুগাল সমর্থকদের মুখে। এ খেলায় কুইরোজ আক্রমণভাগে রাখছেন সিমাও, লিডসন ও রোনালদোকে। মাঝ-মাঠের ফুটবলার ডেকো'র প্রথম একাদশে থাকা নিয়ে সংশয় থাকছেই। এর আগে একবারই বিশ^কাপ খেলেছে উত্তর কোরিয়া, ১৯৬৬ সালে। সেবার ইতালিকে ১-০ গোলে হারিয়ে সবাইকে চমকে দিয়ে উত্তর কোরিয়া কোয়ার্টার ফাইনালে উঠেছিল।

শেষ পর্যন্ত পর্তুগালের কাছে ৩-৫ গোলে হেরে বিদায় নেয় তারা। এই সাফল্যই এখন তাদের জন্য অনুপ্রেরণার উৎস। ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত খেলে সকলের নজর কাড়েন রি কাওয়াং চো। তিনি বলছিলেন, "আমাদের হারানোর কিছু নেই। ফুটবল উপভোগ করতে এসেছি এখানে।

" পর্তুগাল তাদের শেষ পাঁচটি আন্তর্জাতিক ম্যাচের কোনোটিতে হার মানেনি। কিন্তু উত্তর কোরিয়া তাদের শেষ পাঁচটি আন্তর্জাতিক ম্যাচের তিনটিতেই হেরেছে। বাকি দু'টি ড্র হয়। তাই ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট 'গোল ডট কম' এর বিশ্লেষকরা ভবিষ্যদ্বাণী করেছেন এই খেলায় পর্তুগাল জিতবে ২-০ গোলে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.