আমাদের কথা খুঁজে নিন

   

অরেগনের পথে – ৪ (মাউন্ট হুড) - ছবি ব্লগ



হাজার বছরের সুপ্ত ভলক্যানো থেকে সৃষ্ট অরেগন তথা আমেরিকার অন্যতম পর্বত “মাউন্ট হুড” অঙ্গরাজ্যের ব্যস্ততম নগরী পোর্টল্যান্ড থেকে প্রায় ৫০ মাইল পূর্ব-দক্ষিণে ক্ল্যাকম্যাস ও হুড রিভার কাউন্টি জুড়ে বিস্তৃত। সমুদ্র পৃষ্ট থেকে প্রায় সাড়ে তিন হাজার মিটার উচ্চ মাউন্ট হুড অরেগনের অন্যতম দর্শনীয় স্থান। রোমাঞ্চপ্রিয়দের জন্যও রয়েছে স্কি ও হাইকিং এর ব্যাবস্থা।

এমনিতে ভূমিকম্প থেকে সৃষ্ট পর্বতের তুলনায় আগ্নেয়গিরির লাভা থেকে সৃষ্ট পর্বতমালা দেখতে বেশ আকর্ষণীয়। অনেকটা পিরামিড আকৃতির।

তাই গ্রীষ্মের শুরুতেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী আরও তিন সহকর্মী সহ ছুটলাম মাউন্ট হুড দর্শনে। কিছুদূর যাওয়ার পর, স্থানীয় অধিবাসীদের পরামর্শে আমরা বেছে নিলাম টিম্বারলীন লজ। এই স্থান থেকে নাকি পর্বতের খুব কাছাকাছি যাওয়া যায়!

দূরদূরান্ত থেকে মানুষ ছুটে এসেছে স্কি ও হাইকিং এর জন্য। পর্বতের নিকটবর্তী হওয়ার সাথে সাথে তাপমাত্রাও কমতে লাগলো।
টিম্বারলীন লজের মূল বৈশিষ্ট্য হলো এর পুরো ক্যাম্পটি কাঠ দিয়ে নির্মিত।

ভেতরে অগেরনের আদিবাসী মাল্টনোমাহ ও ক্লিককিটাটদের জীবনরীতির আদলে সাজানো হয়েছে প্রতিটি অংশ। বাহিরে উজ্জল পর্বত মালা দেখে ক্যাম্পে প্রবেশ করলেই যে কেউ ফিরে যাবে সহস্র বছর পূর্বে আদিবাসীদের জীবন ধারায়। আদিবাসীদের চিত্রকর্ম, তাঁত, ভাস্কর্য ইত্যাদি স্থান পেয়েছে স্থাপনার বিভিন্ন কোনায়।


বছরের অধিকাংশ সময় জুড়ে তুষার আবৃত পর্বতটি আরোহণ করা তুলনামূলক ভাবে কম ঝুঁকিপূর্ণ। ফেরার পথে দূর থেকে মাউন্ট হুডকে বেশ আকর্ষণীয় মনে হচ্ছিলো কিন্তু ক্যাম্পে অবস্থান কালীন এমনটি মনে হয়নি!!! হয়তো সৌন্দর্য দূর থেকেই বেশী উপভোগ্য !!
চলবে ............

টিম্বারলীন লজ

মাল্টনোমাহ ও ক্লিককিটাটদের ব্যবহৃত ভাস্কর্য

মাল্টনোমাহ ও ক্লিককিটাটদের ব্যবহৃত তাঁত

মাল্টনোমাহ ও ক্লিককিটাটদের চিত্র

 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।