আমাদের কথা খুঁজে নিন

   

আর্টসেল এর 'এই বিদায়ে' গানটা কে কে শুনেছেন ? অসাধারন প্রতিটা লাইন !

জীবনের আলো - অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে ...

তোমার অনেক, ফেলে আসা, ধুসর ধুলো জমা সময়ে
নীরব চেয়ে থাকা, চোখের আলো, ঘিরে থাকবে যেন তোমাকে
যাকিছু ছিলো, থেমে থাকা, আবার থামবে এই বিদায়ে
আমার ওপার, সীমানাতে, তোমার চিন্হ তবু রবে বেচে

নিহত সরনের বেড়াজালে, অধীর অপেক্ষা শেষে
প্রয়াত আগামী সৃতিজুড়ে, শেষ বিদায় আসবে অবশেষে

তুমি কি, স্বপ্নবুনো নির্জনে,
ধুসর ধুলো জমা সময়ে
নিহত স্বপ্ন গুলো সহসা, আলো জেলে

হারিয়ে যাও যত দুরে, আসবে তবু ফিরে আমার অজানায়
অবিরত, মলিন ক্ষত, মুছে ফেলে এই দুর্জয়ে
আমার ওপার, থেমে থাকা, প্রয়াতো এই আগমনে -


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।