আমাদের কথা খুঁজে নিন

   

টাঙ্গাইলে ১৫ বছর বয়সী স্কুল ছাত্রী ধর্ষণ!সহব্লগারদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রইলো না। নয়াদিল্লির ঘটনায় অযুত পোস্ট দেখেছি, এটি নিয়ে পোস্ট দিতে দেখিনি আপনাদেরকে!!!

যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। ভারতের মেয়েটিকে(বা গুলোকে) নিয়ে আপনারা প্রতিদিন একটি করে থিসিস করছেন, আপনার পাশের ঘরে কি ঘটছে? ছিঃ ছিঃ ছিহ! ভারতের নয়াদিল্লিতে গণধর্ষণের শিকার মেডিকেল ছাত্রীর মৃত্যুর পর এবার টাঙ্গাইলে এক স্কুলছাত্রী (১৫) গণধর্ষণের শিকার হয়েছে। সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

চলতি মাসের ১০ ডিসেম্বর সোমবার সদর উপজেলার রসুলপুর রেল লাইনের ওপর থেকে ওই স্কুলছাত্রীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল হাসপাতালে ভর্তি করা হয়। সে সদর উপজেলার একটি বিদ্যালয়েরনবম শ্রেণীর ছাত্রী। ওই স্কুলছাত্রীর মা বাংলানিউজকে বলেন, “আমার মেয়েকে তার বান্ধবি বিয়ের দাওয়াতে নিয়ে যাবার কথা বলে গত ৭ ডিসেম্বর শুক্রবার মধুপুরের পাহাড়ি এলাকার একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই মধুপুরের শুপ্তি কম্পিটারের কর্মচারী রুবেল ও হারুনসহ ৫/৬ জন যুবক অবস্থান করছিল। তারা আমার মেয়েকে ধর্ষণ করে।

” তিনি আরও জানান, এভাবে ৩দিনতাকে ওই বাড়িতে আটকে রেখে ধর্ষণ করার পর সোমবার সদর উপজেলার রসুলপুর রেল লাইনের ওপর তাকে ফেলে রেখে যায়। “এ সংবাদ পেয়ে আমার বড় ছেলে রেললাইন থেকে তাকে উদ্ধার করে টাঙ্গাইলের হাসপাতালে ভর্তি করে। ” সূত্রঃ বাংলা নিউজ টোয়েনটিফোর্.কম ___________________________________________________ ভারতের দামিনিকে নিয়ে গলা ফাটিয়ে ফেলেছেন সকল ব্লগাররা!! এখন দেখি কে কয়টা পোস্ট দেয়, কে কে রাস্তায় নামে, কার কার চোক্ষের জল পরে!!! আমি দেখতে চাই!! কোথায় সবাই? কার কত সমবেদনা আছে? জানতে চাই!!! ধ্বিক ধ্বিক ধ্বিক ধ্বিক !! আমার পুরুষ হবার প্রতি ধ্বিক!! আমি লজ্জিত, আমি লজ্জিত! আমি দুক্ষিত! আমি দুক্ষিত!! আমি ক্ষমাপ্রার্থী!!!!!! ___________________________________________________ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.