আমাদের কথা খুঁজে নিন

   

সিল্ক রোড উদ্যোক্তার ‘নির্দোষ’ দাবী

শুক্রবার ম্যানহাটন কোর্টে উলব্রিচট নিজেকে নির্দোষ দাবি করেছেন বলে জানিয়েছে মার্কিন অর্থ ও বাণিজ্যবিষয়ক প্রকাশনা ফোর্বস।
বুধবার সিল্ক রোডের মূল হোতা উলব্রিচটের বিরুদ্ধে অনলাইনে মাদক বিক্রেতাদের চক্র, কম্পিউটার হ্যাকিং, মানিলন্ডারিংসহ চলমান বেশকিছু অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার সন্দেহে অভিযোগ আরোপ করা হয়। এর আগে ২০১৩ সালের ডিসেম্বরে তাকে আটক করে এফবিআই।
বিভিন্ন গণমাধ্যমে গুজব রটিয়েছে বিট কয়েন গুরু ও সিল্করোডগুরুসহ অনলাইনে কালোবাজারী চক্রের মূল তিন হোতাকে আটক করেছে এফবিআই। এতে ডিজিটাল কালোবাজারীদের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।


উলব্রিচটের ব্যবহৃত ল্যাপটপ ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম এখন রয়েছে গোয়েন্দা কর্মকর্তাদের কাছে। তার ব্যক্তিগত ল্যাপটপ থেকে ২৯ হাজার বিটকয়েন আটক করা হয়েছে। অভিযোগ রয়েছে তিনি সিল্করোডের মাধ্যমে একলাখ ৭৪ হাজার বিটকয়েন সংগ্রহ করেছেন।

“কারও কাছে বিটকয়েন থাকা অবৈধ নয়। ”- আদালতে উলব্রিচটের আইনজীবী জসুয়া ড্রাটেল দাবি করেছেন।


উলব্রিচটের আইনজীবীরা পুরো মামলাটি পর্যালোচনা করার জন্য সময় পাবেন বলে আদালত থেকে বলা হয়েছে। পাশাপাশি উলব্রিচট ব্রুকলিন মেট্রোপলিটন এলাকায় একটি ল্যাপটপ ব্যবহার করার অনুমতিও পাবেন বলে জানা গেছে। এতে অনলাইনে তার সরব উপস্থিতি নিয়েও নিবিড় পর্যবেক্ষণ চালানো হবে বলে জানাগেছে।
সিল্ক রোড সাইটে অনলাইনে কালোবাজারিদের চক্র ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনের মাধ্যমে অবৈধ পণ্য ও মাদকদ্রব্য বিক্রি করে। এ অভিযোগে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই গতবছর সিল্করোডের ওয়েবসাইট বন্ধ করে দেয়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.