আমাদের কথা খুঁজে নিন

   

এক্সক্লুসিভ পোস্টঃ ওয়ালটন প্রিমো আর-১ এর কিছু আন-রিলিজিড ছবি

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   এন্ড্রয়েড ওএস সর্মথিত ওয়ালটন প্রিমোর জনপ্রিয়তা লাভের পর ওয়ালটন আরো নতুন দুটি মোবাইল সেট বাজারজাত করতে যাচ্ছে। এগুলো হচ্ছে ওয়ালটন প্রিমো আর-১ ও জি-১।

ওয়ালটন প্রিমো ছিল চায়না কে-টাচ মোবাইলের রি-ব্রান্ডেড সেট। এবার ওয়ালটন নতুন প্রিমো আর-১ ক্ষেত্রে তেমনি একটি চায়না সেটের রি-ব্রান্ডিং করে বাজারজাত করতে যাচ্ছে। তবে আশার বাণী হচ্ছে কনফিগ মোটের উপর ভালই দিয়েছে। এখন দামটা নাগালের মধ্যে থাকলেই হয়। ব্রান্ডের নামঃ Gionee মডেল নং- GN305 GENERAL SPECIFICS Gionee GN305 e-life (GENERAL SPECIFICS বড় করে দেখতে হলে ক্লিক করুন) ওয়ালটনের সাইট থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী আগামী বছরের জানুয়ারীর ১৫ তারিখে(সম্ভাব্য) মার্কেটে ছাড়বে।

এখনো দাম সর্ম্পকে এখনো কিছু জানা যায় নি। তবে দশ হাজারের ভিতরে থাকলে অবশ্যই এন্ড্রেয়ড প্রেমীদের জন্য আর্কষণীয় ডিভাইস হবে এটি। ধন্যবাদ [নোটঃ ছবি দেখা না গেলে এখানে] ক্লিক করুন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.