আমাদের কথা খুঁজে নিন

   

আমার ক্ষুধাতুর মনে যে শিশুর মতোন তোমারে বারোমাসে ভালোবাসে // শাফিক আফতাব //

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

কথা দিয়েছিলাম : কবিতা লিখবো না__তোমাকে ভালোবাসবো না,
রাত্রি জাগবোনা নির্জনে__
তবু লিখলাম__ভালাবাসলাম__রাত্রি জাগলাম নির্জনে।

তুমি বলেছিলে : চিরদিন রবে, বুকের গভীর থেকে দেবে, উষ্ণ কবিতার ছন্দ
পাশে থাকলেনা, ভালোবাসলেনা, গহীন থেকে দিলেনা, চন্দনঘ্রাণ
যুগের ধকলে পুড়ে যায় আমার পরান।



তোমার জন্য রাত্রি জাগি, দ্বারে দ্বারে যেন ভালোবাসা মাগি __
যদি তুমি এসে, তুলে ধরো দুটো ঘ্রাণময় ফুলের ডালা ;
যদি রাতের নির্জনে মনের ভুলে পরায় আমারে মালা !

তুমি নাই, কাছে নাই, তবু রোশনাই __ আমার শূন্যঘর
ভালোবাসো নাই, কাছে আসো নাই, তবু কত আনন্দ মনের ভিতর !
দূরে সরে গেছো, তবু তোমার কত মোহনমদির রূপ মনোহর।

কথা দিয়েছিলাম, ভালোবাসবোনা, কাছে ডাকবো না, তবু ডাকি কাছে
আমার ক্ষুধাতুর মনে যে শিশুর মতোন তোমারে বারোমাসে ভালোবাসে।
০৯.০২.২০১৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।