আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষুধাতুর শিশু চায়না স্বরাজ চায় দুটো ভাত একটুকু নুন



বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর এই কবিতাংশটি আমার মনে পড়ে গেলঃ 'ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ চায় দু'টো ভাত একটুকু নুন বেলা বয়ে যায় খায়নিকো বাছা কচি পেটে তার জ্বলে আগুন'। কবি নজরুল স্বরাজ আন্দোলনের একজন কর্মী ছিলেন। ব্রিটিশ বিরোধী এই আন্দোলনের এক পর্যায়ে স্বরাজ আন্দোলনের নেতা জুরি গাড়ী চড়ে কোন এক শহরে আসেন (মনে নেই কোন শহর)। সম্ভবতঃ কোন ত্রান দিতে। সে সময় স্থানীয় জনগণ তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেন।

এরকমই এক মা তার সন্তানসহ অপেক্ষায় ছিলেন দীর্ঘক্ষণ। শিশু সন্তান ক্ষুধার জ্বালায় কেঁদে উঠলে মা স্বান্তনা দেন যে স্বরাজ আসছে। কিন্তু শিশু তো এই সান্তনা বোঝেনা। সে চায় খাবার। কবি নজরুল সে দৃশ্য দেখে খুবই ব্যথিত হয়ে পড়েন এবং তার কবিতায় তুলে ধরেন এ দৃশ্যটি।

আমাদের ঘূর্ণিদূর্গত এলাকায় আজ সে অবস্থা বিরাজ করছে। ঘূর্ণিঝর আমাদের বাড়ীর কাছে আঘাত হেনেছে অথচ সরকারের পক্ষ থেকে কোন পরিকল্পনা ঘোষণার আগেই সুদুর জাতিসংঘ অফিস থেকে ঘোষণা করা হলো আগামী তিন মাস ২১ লাখ লোককে খাদ্য সাহায্য দিতে হবে। যাই হোক সকলে মিলে এখন ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। আসুন আমরা যার যা আছি তা নিয়ে আজই নেমে পড়ি অথবা কারো মাধ্যমে পাঠিয়ে দেই। আমি আমার প্রতিষ্ঠানের মাধ্যমে ইতিমধ্যেই একদিনের বেতন দিয়ে দিয়েছি।

ত্রাণ ও পুনর্বাসনের কাজে সরকারকে আরো পরামর্শ দিলে ভাল হয়। নিম্নের ই-মেইলে পরামর্শ পাঠাতে পারেনঃ আমরা আশা করি দেশের দক্ষিণাঞ্চলের মানুষ তাদের সাহসের সাথে অন্যদের সহযোগিতা নিয়ে আবারও উঠে দাঁড়াতে পারবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।