আমাদের কথা খুঁজে নিন

   

একুশ: উৎসব বনাম চেতনা

নাগরিক

একুশের বইমেলা এবার আয়েজন হয়েছে অন‌্য যে কোন বারের চাইতে বেশী আড়ম্বরের সাথে, বিস্তৃত পরিসরে এবং তুলনামূলকভাবে শান্ত পরিবেশে । আমরা সবাই খুব আনন্দিত। একা, দলবেধে বা পরিবারের সাথে মেলায় যাচ্ছি। বর্নিল মেলায় রংবেরং এর পোশাক পড়ে । সবার ম‌ধ্যে ফুরফুরে মেজাজ, উৎসবের আমেয।



প‌্রশ্ন জাগে একুশের চেতনা কি বলে। একুশের চেতনা বলে আমরা ভাষার প্রতি, সংস্কৃতির প্রতি, দেশের প্রতি নিবেদিত থাকব ।
ভাষাকে শক্ত ভিত দেয়ার জা্যগাটা হচ্ছে শিক্ষা । সেখানে আমাদের অবস্হানটি কোথায় ? শিক্ষার ক্ষেত্রে বাংলা ভাষা ক্রমান্বয়ে গ্রামীন ও পশচাদপদের শিক্ষার মাধ্যম হিসাবে স্বীকৃত হচ্ছে । ইংরেজি উচচবিত্তের গন্ডি ছেড়ে ‌মধ্যবিত্তের পাঠ্যপুস্তক দখল করছে।

এখানে সরকারের কোন জোরালো ভূমিকা নেই। সাহিত্য ও সংস্কৃতিসেবীদের সংযোগ নির্ভর করছে তার শ্রেণীগত অবস্হানের উপর।
‌‌

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।