আমাদের কথা খুঁজে নিন

   

অ্যান্ড্রয়েডের ডিভাইসের জন্য সেরা ফাইল শেয়ারিং অ্যাপস

অ্যান্ড্রয়েড ডিভাইসে মুভি, মিউজিক ভিডিও এবং HD গেম খেলার মজাই আলাদা। কিন্তু অনেক সব সময় সব মুভি,গান বা গেম ডাটা আপনার কাছে নাও থাকতে পারে। আবার কখনো কখনো বন্ধুর মোবাইলে থাকা গান,মুভি বা গেম ডাটা আপনার প্রয়োজন হতে পারে। কিন্তু এই প্রয়োজনের সাথে সাথে যে প্রশ্ন টি প্রথম মাথায় ভিড় করে তা হল এই ফাইল গুলো আপনি নিবেন কি ভাবে ??!! ব্লুটুথ দিয়ে এত বড় ফাইল শেয়ার করা অসম্ভব, কারণ এতে প্রচুর সময় লাগে। তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি অসাধারন কিছু ফাইল সেয়ারিং অ্যাপ…
Wi-Fi এবং কোন রকম নেটওয়ার্ক চার্জ ছাড়াই দ্রুতগতিতে ফাইল শেয়ার করার অন্যতম সেরা এপ্লিকেশন।

Lenovo এর এই এপ দ্বারা বিভিন্ন ডিভাইসের সাথে ফাইল সেন্ড ও রিসিভ করা যায় খুবই সহজে!

Download SHAREit
ফাইল শেয়ারিং এপস গুলোর মধ্যে SuperBeam সোজা ও জনপ্রিয় একটি এপ। Wi-Fi Direct প্রযুক্তির দ্বারা ফাইল সেন্ড ও রিসিভ করার ফিচার সমৃদ্ধ এই এপ।

Download SuperBeam
ES File Explorer হল এন্ড্রয়েডের সবচেয়ে জনপ্রিয় ফাইল এক্সপ্লোরার। শুধু ফাইল ম্যানেজারই নয় এতে রয়েছে আরো অনেক সুবিধা! Wi-Fi Hotspot এর সাহায্যে অনেক দ্রুততার সাথে ফাইল সেন্ড করা যায়।  


Download ES File Explorer
Wi-Fi ফাইল শেয়ারিং এপগুলোর মধ্যে শুরুর দিকের এপ হল এই এপটি।

এর কিছু দারুণ ফিচারের জন্য দারুণ জনপ্রিয়!

Download Flash Transfer
পোস্টটি পূর্বে BD DROID এ প্রকাশিত হয়েছে।

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.