আমাদের কথা খুঁজে নিন

   

বসুন্ধরা গ্রুপের শিক্ষাসামগ্রী বিতরণ

দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্কুলে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে। ওই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস্ লিমিটেড দিনব্যাপী ব্রাহ্মণবাড়িয়া সদরের রামকানাই হাই একাডেমী, আদর্শ কেজি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাকাইল উচ্চ বিদ্যালয়, সীতানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঞ্ছারামপুর উপজেলার থানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুর্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, উজানচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোবহানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা এবং কসবা উপজেলার কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৫ হাজার ৬৯৩ শিক্ষার্থীর মাঝে ১৩ হাজার ৫৩৬টি বসুন্ধরা খাতা বিতরণ করেছে। বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা পেপার মিলস্ লিমিটেডের চিফ মার্কেটিং প্রমোশন অফিসার মো. সাইফুল ইসলাম হেলালী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল আলম মাহফুজ, চেম্বার পরিচালক মোঃ নুরুজ্জামান ভূইয়া মিল্টন, বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আকলিমা আক্তার, ব্রাহ্মণবাড়িয়া সদরের রামকানাই হাই একাডেমীর প্রধান শিক্ষক আবদুন নুর, বসুন্ধরা পেপার মিলস্ লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজার রাজু আহমেদ, রিজিওনাল সেলস ম্যানেজার সাজ্জাদুর রহমান চৌধুরী, বাঞ্ছারামপুরের মেসার্স আইমান জেনারেল স্টোরের স্বত্বাধিকারী আতিকুর রহমান ও ব্রাহ্মণবাড়িয়ার মাহিম এন্টার প্রাইজের স্বত্বাধিকারী স্বপন কুমার পালসহ অন্যান্য কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহসভাপতি আশরাফুল আলম মাহফুজ বলেন, খাতা বিতরণ মহৎ উদ্যোগ। তিনি বসুন্ধরা গ্রুপের সমৃদ্ধি কামনা করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.