আমাদের কথা খুঁজে নিন

   

তেজপালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গঠন

ভারতের প্রখ্যাত অনলাইনভিত্তিক পত্রিকা তেহেলকার সাবেক সম্পাদক ও প্রধান তরুণ তেজপালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগপত্র দাখিল করেছে গোয়া পুলিশ। এ মামলায় গতকাল তার বিরুদ্ধে দুই হাজার ৮৪৬ পৃষ্ঠার ওই অভিযোগপত্র তৈরি করা হয়। যেখানে মূল অভিযোগ ১৩২ পৃষ্ঠার, ৩০ পৃষ্ঠার সাক্ষ্য রয়েছে। এ ছাড়া ১৫২ জনের সাক্ষ্য-গ্রহণ করেছে পুলিশ। যাদের মধ্যে তদন্ত কর্মকর্তা সুনিতা সাওয়ান্ত রয়েছেন।গত বছরের ২২ নভেম্বর তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল পুলিশ। তেহেলকার থিঙ্ক ফেস্ট চলাকালীন গোয়ার একটি হোটেলে তেজপালের বিরুদ্ধে সহকর্মীকে ধর্ষণের অভিযোগ ওঠে। স্থানীয় একটি আদালত তেজপালের অন্তর্বর্তীকালীন জামিন বাতিল করার পর ৩০ নভেম্বর গোয়া পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তাকে গ্রেফতার করে। বর্তমানে তরুণ তেজপাল ভাস্কোর সাদাতে জেল হেফাজতে রয়েছেন। যদিও তেজপাল তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। ইতোমধ্যে চলতি মাসের ১০ তারিখ গোয়ার একটি স্থানীয় আদালত তেজপালের জেল হেফাজতের মেয়াদ আরও দুই সপ্তাহের জন্য বাড়িয়েছেন। অন্যদিকে তরুণ তেজপাল জামিনের আবেদন করেছেন। টাইমস অব ইন্ডিয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.