আমাদের কথা খুঁজে নিন

   

সড়ক দুর্ঘনায় বাবা-ছেলের মৃত্যু

দক্ষিণ সুরমা উপজেলার পাচমাইল এলাকায় ট্রাক ও গ্যাস চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু'জন।

আজ বুধবার দুপুর ১টায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি। তবে তারা গোলাপগঞ্জ উপজেলার এতিমগঞ্জ এলাকার ইজরা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

কুচাই ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য আব্দুল বাছিত ছুবা জানান, বুধবার দুপুরে বিয়ানীবাজার থেকে আসা ট্রাক দক্ষিণ সুরমা পাচমাইল এলাকায় পৌঁছলে গোলাপগঞ্জগামী একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে বাবা আর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছেলে মারা যায়।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে একজন মারা গেছে। আহত অপর তিনজনকে সিলেট ওসমানী মেডিকেলে পাঠানোর পর আরেকজনের মৃত্যু হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।