আমাদের কথা খুঁজে নিন

   

বৈধ উপায়ে যৌন ক্রিয়া উপভোগের বদলে ধর্ষণ যে কোনো বিবেচনায় জঘণ্য, কাপুরুষোচিত এবং ঘৃণ্য পদ্ধতি

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি। রবীন্দ্রনাথের হৈমন্তী থেকে সৈয়দ হকের বাবর আলী সবখানে যৌনতার গন্ধম নিয়ে কথা আছে। এটা যে আসলে কথার কথা না তা কিন্তু আমরা জানি। জীবন থেকে তুলে আনা অভিজ্ঞতা।

তবে বৈধ উপায়ে যৌন ক্রিয়া উপভোগের বদলে ধর্ষণ যে কোনো বিবেচনায় জঘণ্য, কাপুরুষোচিত এবং ঘৃণ্য পদ্ধতি। যেটি ভারতে বছরের পর বছর জুড়ে চলে আসছে। আমরা তার বিস্ফোরণ দেখলাম চলতি মাসে। একটি ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী হয়ে ভারত তথা উপমহাদেশ থেকে বিদায় নিতে যাচ্ছে ২০১২। কিন্তু ধর্ষণ যেন ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে।

এটি কেন হচ্ছে। সহকর্মী মেহেদীর সাথে আলাপ হচ্ছিল। তিনি বলছিলেন, এটি হচ্ছে ভারতীয় সিনেমার কারণে। সে দেশের সিনেমা পর্ণো তারকাকে পর্যন্ত স্থান দিয়েছে। মল্লিকা শেরাওয়াত থেকে শুরু করে সানি লিওন, সবাই কিন্তু যৌনতার ফেরিঅলা।

মেহেদী বলছেন, বিদ্যাবালানের বুকের ঝাঁকি দেখার পর কোনো যুবকের ঠিক থাকতে পারার কথা নয়। কিন্তু মেহেদীর যুক্তি আমি মানতে চাই না। সব কিছু দেখে শুনে যদি নিজেকে সামলে নেয়া না যায় তাহলে কি করে চলবে। এটা কোনোভাবেই সম্ভব হতে পারে না যে একটা নারীর ওপর পুরুষের মত দেখতে পশুরা ঝাঁপিয়ে পড়বে। তাকে রক্তাক্ত করবে-ধর্ষণ শেষ করে তাকে বাস থেকে ফেলে দেবে।

এ অসভ্যতা, বর্বরতা ভারতে হচ্ছে যারা সভ্যতার বাণী ফেরি করছে। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের তকমা যাদের আছে। আশ্চর্য হলেও সত্য যে এ দেশটিতে নারী সন্তান জন্ম দেয়াকে আইয়ামে জাহেলিয়াতের মতই মনে করা হয়্। তাই কোটি ভ্রুণ হত্যা করা দেশটিতে। তার সমীক্ষা প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

সেখানে নারী ভ্রুণকে রক্ষা করার জন্য নানা রকমের চেষ্টা চলছে। আমরা খুবই মর্মাহত, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে ধর্ষণেরে ঘটনা বরাবরই বাড়ছে। সর্বশেষ যে ২৩ বছর বয়সি তরুণি জীবন দিলেন আমরা তার সহমর্মি। সেখানে যারা এর প্রতিবাদ জানিয়েছেন আমরা তাকে স্বাগত জানাই। ধর্ষণ সেখানে যে মহামারি আকার ধারণ করেছে সেটি এবারের প্রতিবাদ থেকে বোঝা যায়।

আশা করি সরকার ও বিশ্ব মোড়লারা বিষয়টিকে সচেতনভাবে বিশ্লেষন করবেন। এবং নারীর নিরাপত্তায় উদ্যোগী হবেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।