আমাদের কথা খুঁজে নিন

   

ব্রিটেনে দেড় লাখ বাড়ি বিদ্যুৎহীন

প্রচণ্ড ঝড়ে নতুন করে প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছে বন্যা উপদ্রুত ব্রিটেন। প্রবল বাতাসের তোড়ে দেশটির প্রায় দেড় লাখ বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইতোমধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন একজন এবং দুটি ফুটবল ম্যাচ বাতিল করা হয়েছে। ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চল ও ওয়েলসের ওপর দিয়ে ঘণ্টায় ১০০ মাইল বেগে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং টেমস নদীর পানি গত ৬০ বছরের মধ্যে এবারই প্রথম সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে বলেও ধারণা করা হচ্ছে। এতে পশ্চিম লন্ডনের বিভিন্ন শহর ও গ্রাম হুমকির মুখে পড়েছে। দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের উইল্টশায়ারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের প্রাণহানি ঘটেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচণ্ড ঝড়ে বিশেষত ওয়েলসে বিদ্যুতের তার ছিঁড়ে এক লাখ ৪৭ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সার্বিক পরিস্থিতিতে সবচেয়ে বিপাকে পড়েছেন কর্মস্থলমুখী মানুষ। উত্তর ইংল্যান্ডের ইয়র্কশায়ারে ওভারহেড লাইন ভেঙে পড়ায় যাত্রীবাহী একটি ট্রেন আটকা পড়েছে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে আবহাওয়া অফিস ওয়েলসের পশ্চিমাঞ্চল ও উত্তর-পশ্চিম ইংল্যান্ডে 'ব্যতিক্রমী ঝড়ো হাওয়ার' সতর্কবাণী করেছে। কর্তৃপক্ষ জানায়, টেমস নদীর তীরবর্তী এক হাজার ১০০-এর বেশি ব্যবসাপ্রতিষ্ঠান ২৯ জানুয়ারি থেকেই পানিতে ডুবে রয়েছে। বার্কশায়ার থেকে পশ্চিম লন্ডনের সারে পর্যন্ত ১৪টি এবং দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের সমারসেটে দুটি ভয়াবহ বন্যার সতর্কবাণী করা হয়েছে। আবহাওয়াবিদরা জানান, শুক্রবার নাগাদ দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে ৭০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে বন্যা মোকাবিলায় সরকারের প্রচেষ্টা যথেষ্ট নয় এমন অভিযোগ ওঠার পর সামগ্রিক তৎপরতা জোরদার করা হয়েছে। এএফপি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.