আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসা ভালোলাগা এক নয়! (Good Home good feel one nine)

আমি আমার আমিত্ব ছেড়ে বের হতে পারবোনা কখনো। ।

ভালোবাসা ও ভালোলাগা এক নয়! আমরা একটি গোলাপকে ভালো লাগলে তা তুলে নিই কিন্তু ভালোবাসলে তাকে যত্ন করি। তুলে নিলে গোলাপটি শুকিয়ে যায়, সুবাস হারায়। আর যন্ত নিলে সতেজ থাকে, সুবাস ছড়ায়!

এই শহরের ভালোবাসা চোখের দেখায় হয়ে যায়।

মেয়েটি দেখতে সুন্দর, তাই বলে দিই ভালোবাসি। ছেলেটি অনেক সুশ্রী, তাই তার সঙ্গে ঘুরতে, কথা বলতে ভালোবাসি। তার ভেতরটা না, বাইরের রুপটিই প্রধান হয়ে ওঠে। অনেকটা মাকালের ফলের মত; উপরে দেখতে ভালো, ভিতরটা পচা কালো!

আমার টিউশনীর ছাত্রটির কথা বলি__
সে বলে, ‘ভাইয়া, আমার ৪টা গার্লফ্রেন্ড; ১টা রিয়েল বাকিগুলো টাইম পাস। কিন্তু আমার সন্দেহ হয়, যাকে রিয়েল ভালোবাসি সে আমাকে টাইম পাস ভাবে না তো?’ এই ছেলে মাত্র দশম শ্রেণিতে পড়ছে।

এখনই এতো কিছু করে ফেলেছে। এটা কি ভালোবাসা না ভালো লাগা?

এদের কাছে ভালোবাসাটা টাইম পাস। একটা যাবে, আরেকটা আসবে। যেন ভালোবাসাটা ছেলের হাতের মুয়া, চাইলেই পাওয়া যায়।

আমার এক বন্ধু মাঝে মধ্যেই বলে, ‘প্রেম হল চোখের দেখা।

যতক্ষন চোখের সামনে থাকে, ততক্ষনই ভালো লাগে। চোখের আড়াল হলে কিংবা তাকে ছেড়ে অনেক দূরে চলে গেলে আর প্রেম থাকে না। ‘

আবার কিছু ‘হঠাৎ বৃষ্টি’ টাইপের প্রেমও থাকে। একজন আরেক জনকে দেখেনি, অথচ লাইলি-মজনুর মত ভালোবাসে! সম্ভাবনাময় পৃথিবীতে সবই সম্ভব!

আর ভার্চুয়াল প্রেমের কথা বললাম না। কারো স্ট্যাটাস ভালো লাগে, লেখাগুলো মন ছুঁয়ে যায়; তাই তার প্রেমে পড়ে যায়! ভার্চুয়াল জগৎটা প্রেমকে অনেক সহজ করে দিয়েছে।

কত দূর-দূরান্ত থেকে প্রেম হচ্ছে।

এবার ভালবাসা সম্পর্কে বিখ্যাত মানুষের কিছু বিখ্যাত উক্তি দেখি_____

ভালবাসা হল সিগারেটের মতো; যার শুরুটা হয় আগুনে দিয়ে, শেষ হয় ছাই এ" ____জর্জ বানার্ড শ
“ভালবাসা যা দেয় তার চেয়েও বেশি কেড়ে নেয়। ” ______ টেনিসন
নারীর প্রেম নেশা, নরের নেশা” ____নৃপেন্দ্র কুমার বসু

এসব বুদ্ধিজীবীরা প্রেমকে নেশার বস্তু সাথে তুলনা করেছেন; সম্ভবত সব ক'টায় ছ্যাকা খেয়েছে!

আবার,
“ভালবাসার ব্যাপারে পুরুষরা চিরকালই শিকার আর মেয়েরা শিকারী, একজন শিকারি শিকারের জন্য তার বন্দুককে ভালবাসে, একজন মেয়ে মানুষও তেমনি সৃষ্টির প্রয়োজনে পুরুষকে ভালবাসে। ”____জর্জ বানার্ড শ।
“প্রেম শুধু ফাকি প্রলাপ, দৈহিক প্রয়োজন।

” ____অচিন্ত্য সেনগুপ্ত

তবে প্রেম কি কামনা থেকেই আসে?
কিন্তু নজরুল ইসলাম তো এর চরম বিরোধিতা করেছেন,

“যে ভালবাসা দুজনের দেহকে দুদিক থেকে মিলিয়ে দেয় সে ভালবাসা নয়। সেটা অন্যকিছু বা মোহ আর কামনা। ” ___কাজী নজরুল ইসলাম
এবং
“কামনা আর প্রেম দুটো সম্পুর্ন আলাদা জিনিস। কামনা একটা সাময়িক উত্তেজনা, আর প্রেম হচ্ছে ধীর, প্রশান্ত ও চিরন্তন। ”___ কাজী নজরুল ইসলাম
“মানুষ পশুও নয় দেবতাও নয়।

তাই প্রেম পাশবিকও হবে না, নিষ্কামও হবে না, হবে মানবিক। ” ____বেলনস্কি

এদিক থেকে রবি ঠাকুর কোমল মনোভাব ব্যক্ত করেছেন,
“ জীবনের মধ্যে অনন্ত অনুভব করার নাম ভালবাসা। ”___রবীন্দ্রনাথ ঠাকুর
এবং “মেয়ে মানুষেরা ভালবাসা সবুর করতে পারে না, বিধাতা তার হাতে সে অবসর দেন নি। ” ___রবীন্দ্রনাথ ঠাকুর

কিছু প্রকৃতির প্রেমীও দেখা যায়__
“ প্রকৃতির ভালবাসাই একমাত্র ভালবাসা যা মানুষের আশা-আকাংখাকে প্রতারিত করে না। ”______ইডি বালজাক
“মানুষের একটি মহান ও শাশ্বত প্রয়োজন হচ্ছে প্রেম।

”____ আনাতল ফ্রা

অনেকের মতে___
“একমাত্র পিতামাতার ভালবাসা কখনোই স্তিমিত হয় না। " __রিচার্ড জেফারিন

“ভালবাসা অন্তর দিয়ে অনুভব করতে হয়, এক্ষেত্রে ভাষার প্রয়োজন হয় না। ” ___পুশকিন

তাই ভালবাসাকে ভাষার মাধ্যমে প্রকাশের বৃথা চেষ্টা না করে পোস্টের ইতি টানছি।

সেই সাথে সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।

Happy Valentine's Day



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.