আমাদের কথা খুঁজে নিন

   

পাসওয়ার্ড চুরি করেছিলেন স্নোডেন!

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, স্নোডেন গোপন নথি চুরি করার পর সিকিউরিটি ক্লিয়ারেন্স বাতিল করা হয় ওই সহকর্মীর। এরপর এনএসএর চাকরিতে ইস্তফা দেন ওই ব্যক্তি। সিকিউরিটি ক্লিয়ারেন্স বাতিল হয়েছে স্নোডেনের ওই সহকর্মী ছাড়াও আরও এক ঠিকাদার এবং মার্কিন এক সেনাসদস্যের। স্নোডেনের সঙ্গে ওই দুজনের সংশ্লিষ্টতা নিয়েও তদন্ত চলছে।
১০ ফেব্রুয়ারি মার্কিন সংসসদের কংগ্রেশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড জুডিশিয়ারি কমিটির কাছে পাঠানো ওই মেমোতে স্বাক্ষর ছিল এনএসএর ডিরেক্টর অফ লেজিসলেশন অ্যাফেয়ার্স ইথান ব্যোম্যানের। ওই মেমোর তথ্য অনুযায়ী, স্নোডেনের অনুরোধেই ওই সাবেক ঠিকাদারের কম্পিউটারে নিজের পাসওয়ার্ড দিয়ে করে লগইন করেছিলেন এনএসএর এক কর্মী। ওই সময়টি স্নোডেন তার পাসওয়ার্ডটি চুরি করতে সক্ষম হন।
গোপন নথি চুরির ঘটনায় স্নোডেনের সঙ্গে সম্পৃক্ততা না থাকলেও সিকিউরিটি ক্লিয়ারেন্স বাতিল করা হয়েছে ওই কর্মীর।
২০১৩ সালের নভেম্বর মাসে প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, এক এনএসএ বেইজের ২০ থেকে ২৫ জন কর্মীর পাসওয়ার্ড চুরি করেছিলেন স্নোডেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.