আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসা দিবসে পুতিনের বিরুদ্ধে সমকামীদের প্রতিবাদ!

ভালবাসা দিবসে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে ক্ষেপেছে চীনের সমকামীরা। রাশিয়ার সমকামিতা বিরোধী আইনের প্রতিবাদে আজ চীনের রাজধানী বেইজিংয়ের রাস্তায় নামে শত শত সমকামী আন্দোলনকারী। তারা পরস্পরকে চুম্বনের মধ্য দিয়ে রাশিয়ার এই আইনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানান।

রেইনবো ফ্ল্যাগ, অলিম্পিকের প্রতীক ও ‘টু রাশিয়া উইথ লাভ’ লেখা ব্যানার হাতে নিয়ে বেইজিংয়ের রাস্তায় পরস্পরকে চুম্বন করেন তারা।

সমকামী আন্দোলনকর্মী জিয়াও তিয়ে বলেন, ‘আজকে ভালোবাসা দিবস বলে আমরা আরো বেশি ইতিবাচক ধারণা পোষণ করছি।

সবারই যে ভালোবাসার অধিকার আছে, এই বার্তা সবার কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পেয়েছি আমরা।

গত বছরের জুন মাসে সমকামিতা বিরোধী আইন প্রণয়ন করে রাশিয়া। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন মানবাধিকার সংগঠন আন্দোলন শুরু করে। এমনকি রাশিয়ার অনুষ্ঠিত সোচি অলিম্পিক বর্জনের হুমকিও দেওয়া হয়।

১৯৯৭ সাল পর্যন্ত চীনে সমকামিতা অপরাধ হিসেবে গণ্য হতো।

সমকামিতাকে মানসিক অসুস্থতা মনে করা হত। (সূত্র: এএফপি)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.