আমাদের কথা খুঁজে নিন

   

যমুনা গ্রুপ চেয়ারম্যানের ফাঁসি দাবি

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলসহ বনদস্যুদের হাত থেকে ঐতিহ্যবাহী ভাওয়াল বন বাঁচাতে মানববন্ধন করেছেন গাজীপুরের সর্বস্তরের মানুষ।

মানববন্ধন শেষে তারা নুরুল ইসলাম বাবুলের কুশপুতুলে অগ্নিসংযোগ করে ও বাবুলের ফাঁসি দাবি জানায় এবং বন রক্ষায় সরকারি হস্তক্ষেপ দাবি করেন।

আজ সকাল ১০টা থেকে দুপুর ১২ পর্যন্ত ভাওয়াল জাতীয় উদ্যানের মেইন গেটের সামনে শত শত মানুষ এ দাবি তোলেন। ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন এ ব্যতিক্রমধর্মী মানববন্ধনের আয়োজন করে।

এসময় এলাকাবাসী ঐতিহ্যবাহী ভাওয়াল বনের গজারি পাতা মাথায় দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর অবস্থান নেয়।

তারা নুরুল ইসলাম বাবুলের ছবি ও ফাঁসি চাই দাবি সম্বলিত ব্যানার নিয়ে দীর্ঘসময় আন্দোলন করে।

বাবুলসহ সব ধরনের বন দখলকারী ঠেকাতে প্রয়োজনে গাজীপুরবাসী রাজপথে রক্ত দেবে বলেও ঘোষণা দেওয়া হয়।

চেতনা গাজীপুর, গাজীপুর জেলা উন্নয়ন পরিষদ, ঢেউ সোস্যাল ওয়েল ফেয়ার ফাউন্ডেশনসহ ৫টি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ওই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। গাজীপুর এলাকাবাসী, পরিবেশকর্মী, মানবাধিকার কর্মী, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেয়। এ সময় এলাকাবাসী বাবুল হটাও, গাজীপুর বাঁচাও, বনভক্ষক বাবুলের ফাঁসি চাই বলে স্লোগান দেয়।

আন্দোলনকারীরা যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলসহ ৬৯ ভূমি দস্যুর কবল থেকে ভাওয়াল গড়ের সরকারি জমি উদ্ধারের জন্য প্রয়োজনে ভাওয়ালের সন্তানরা জীবন দেবে বলে ঘোষণা করা হয়।

এসময় বক্তারা বলেন, ভাওয়াল জাতীয় উদ্যানের প্রায় ১২ হাজার একর বনভূমি ৫০ হাজার ভূমি দস্যু জবর দখল করেছেন। এদের মধ্যে ৬৯ জন ভূমি দস্যু প্রভাবশালী। এদের মধ্যে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল দুইজন অন্ধ ব্যক্তিকে খুন করে ৪০ অন্ধ পরিবারক উচ্ছেদ করার মাধ্যমে একই বনের ১৫ একর জমি দখল করে মদ তৈরির কারখানা করেছেন।

বক্তারা আরো বলেন, অনতি বিলম্বে ভাওয়াল গড়ের জবর দখল কৃত জমি উদ্ধার ও ট্রাইব্যুনাল করে ভূমি দস্যুদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে জবর দখলের কাজে জড়িত বনকর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়। অন্যথায় বড় ধরনের কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়।

ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের ইউনিট-২ এর সভাপতি অ্যাডভোকেট বাবুল হোসেন খানের সভাপতিত্বে ও মহাসচিব কবি এবং সাংবাদিক শাহান সাহাবুদ্দিনের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন, ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় চেয়ারম্যান এবং গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আলহাজ্ব এস এম মুজিবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় মহাসচিব সাংবাদিক এ কে এম রিপন আনসারী। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান, গাজীপুর জেলা উন্নয়ন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জাহিদুর রহমান বকুল, চেতনা গাজীপুরের পরিবেশ বিষয়ক সাংবাদিক সম্পাদক মোস্তফা কামাল, ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন ইউনিট-২এর ভাইস-চেয়ারম্যান ডা: এস এম কিবরিয়া ও অ্যাডভোকেট মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক ও ভাওয়াল গড় ইউনিয়নের মেম্বার আলফাজ উদ্দিন সরকার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ডা: খোরশেদ আলম, যুগ্ম মহাসচিব এনএইচ আশিস খান, হাছান মাহমুদ ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান সাংবাদিক কামরুল ইসলাম প্রমুখ।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।