আমাদের কথা খুঁজে নিন

   

আফগানিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অনূধর্্ব-১৯ বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। প্রথম কাল আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে টাইগাররা। ১০ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে তারা। ওপেনার সাদমান হোসেনের হার না মানা সেঞ্চুরির সঙ্গে জয়রাজ শেখের অপরাজিত ৮১ রানে আফগানিস্তানের বিরুদ্ধে সহজেই জয় পেয়েছে বাংলাদেশ। দিনের অন্য তিন ম্যাচে জিতেছে ভারত, অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড।

কাল আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২১২ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। ২১৩ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৫ বল বাকি থাকতেই বিনা উইকেটে জয় তুলে নেয় যুব টাইগাররা।

বোলারদের দাপুটে বোলিংয়ের পর ব্যাটসম্যানদের আত্দবিশ্বাসী ব্যাটিং। কাল আফগানিস্তানকে যেন পাত্তাই দেয়নি বাংলাদেশ। দিনের শুরুটাই হয়েছিল যুব টাইগারদের টস জয় দিয়ে।

উইকেটের ময়েশ্চার কাজে লাগাতে আফগানিস্তানকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান।

আফগানিস্তানের শুরুটা ছিল দারুণ। তাদের উদ্বোধনী জুটিতেই আসে ৬৯ রান। ব্যক্তিগত ২৭ রানে আফগান ওপেনার ওসমান গনিকে রান আউটের ফাঁদে ফেলেন মোসাদ্দেক হোসেন। এর পর আর সুবিধা করতে পারেনি তারা।

আফগানিস্তানকে বড় জুটি গড়তে দেয়নি বাংলাদেশের বোলাররা। একের পর এক উইকেটের পতন ঘটতে থাকে। শেষ পর্যন্ত মাত্র ২১২ রানেই গুটিয়ে যায় আফগানরা। অবশ্য ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছে তারা। বাংলাদেশের পক্ষে দুর্দান্ত বোলিং করেছেন অফ স্পিনার মোসাদ্দেক হোসেন।

১০ ওভার বোলিং করে মাত্র ১৯ রান দিয়ে তিনি নিয়েছেন তিন উইকেট। রাহাতুল ফেরদাউস ৩৮ রানে নিয়েছেন দুই উইকেট। এক উইকেট নিয়েছেন আবু হায়দায়। তবে আফগানিস্তানের চার ব্যাটসম্যানই রান আউটের শিকার হয়েছেন।

আফগানিস্তানকে ২১২ রানে আটকে দেওয়ার পরই যেন বাংলাদেশের জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়।

কিন্তু দুই ওপেনার সাদমান ও জয়রাজ জয়টাকে আরও সহজ করে দেন। সাদমান ১৪২ বলে খেলেছেন ১২৬ রানের অপরাজিত এক ইনিংস। একটি ছক্কা ছাড়াও ১৪টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। জয়রাজ ১১৪ বলে করেছেন হার না মানা ৮১ রানের ইনিংস। তিনিও হাঁকিয়েছেন ১৪টি বাউন্ডারি।

দিনের অন্য ম্যাচে নামিবিয়াকে ১০১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। পাকিস্তান অনূধর্্ব-১৯ দলকে ৪০ রানে হারিয়েছে ভারতীয় যুবারা। পাপুয়া নিউগিনির বিরুদ্ধে ৬ উইকেটে জয় পেয়েছে স্কটল্যান্ড।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।