আমাদের কথা খুঁজে নিন

   

আফগানিস্তানকে হারানোর আশা সাব্বিরের

শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আইরিশদের হারানোর পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দুটো প্রস্তুতি ম্যাচেই আমরা ভালো খেলেছি। জয়ের মধ্যে থাকলে যে কোনো দলেরই আত্মবিশ্বাস বেড়ে যায়। পরের ম্যাচ আফগানিস্তানের সঙ্গেও আমরা ভালো খেলবো। ”

টানা হারের মধ্যে থাকায় প্রস্তুতি ম্যাচকে গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন জানিয়ে সাব্বির বলেন, “গত কিছুদিন ধরে আমরা শুধু হারছিলাম। তাই আমাদের লক্ষ্য ছিল দুটো প্রস্তুতি ম্যাচেই জেতার।

আশা করি, বিশ্বকাপেও আমরা ভালো খেলব। ”

কিছু দিন আগেও চোট-আঘাতে জর্জরিত বাংলাদেশ দল এখন এই সমস্যা থেকে মুক্ত। এ প্রসঙ্গে সাব্বির বলেন, “দলের ১৫ জনই এখন ফিট। মাশরাফি ভাই খুব ভালোভাবে ফিরেছেন। মুশফিক ভাইয়ের চোটও সেরে উঠেছে।



গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে আঙ্গুলে চোট পেয়েছিলেন মুশফিক। তারপর থেকে উইকেটের পেছনে দাঁড়াননি তিনি। তবে শুক্রবার উইকেট রক্ষকের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের অধিনায়ক।

শ্রীলঙ্কার বিপক্ষে গত মাসে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সাব্বিরের। অভিষেকে ২৬ রান করলেও দলকে জয় এনে দিতে পারেননি।



টি-টোয়েন্টি বিশেষজ্ঞ সাব্বির শুক্রবার ২৩ বলে ২৩ রান করেন। এই ইনিংস প্রসঙ্গে তিনি বলেন, “শুরুতে পিচ তেমন ভালো ছিল না। আমি আর তামিম ভাই ব্যাট করার সময় বল ঘুরছিল। তামিম ভাই থাকায় আমি ধরে খেলার চেষ্টা করছিলাম। পরের ম্যাচ গুলোতেও দলের প্রয়োজন অনুযায়ী খেলার চেষ্টা করবো।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।