আমাদের কথা খুঁজে নিন

   

এই বসন্তে

গুম হবার আগে দেশটাকে বদলে ছাড়বো ইনশাআল্লাহ!

খুব টাচি একটা লেখা ছাপা হয়েছে ক্যাম্পাসের 'ক্রাশ এন্ড কনফেশন' পেইজে।
তারই শেষের দিকের কয়েকটা লাইন হুবহু তুলে দিলাম।

~ ভার্সিটিতে আমার শিক্ষাজীবন প্রায় শেষের পথে, জানিনা আর কখনো তাকে দেখবো কিনা।
এক বসন্তে দেখেছিলাম, এখন আরেক বসন্ত চলে এসেছে। মাঝখানে শুধু সে নাই হয়ে গেলো। ~

সহজ বাক্যে সহজিয়া অনুভূতির এমন বিস্ময়কর প্রকাশ, ভালো একটা নাড়া দিয়ে গেলো!
কবিতা'কে ছুটি দিয়ে দিয়েছি বেশ দিন হলো।
যাপিত জীবনে বুকের ভেতরে শুঁয়োপোকা জমেছে অগুনিত।
পাঁজরে নাড়া খেয়ে প্রজাপতি হয়ে উঠতে চাইছে কেউ কেউ!
লাইন ধরে আসছে তারা..!

'এ বড় অদ্ভুত জীবন
বিকেলের ঘোর লাগা আলোর মতো
চুপ করে পর হয় আপনার জন

তারপরো কেউ কেউ বেঁচে থাকে
হঠাৎ বৃষ্টিদিনের চকিত চোখাচোখির রেশে
অথবা ল্যাব রিপোর্টের পেছনে লেখা থরথর কবিতা গুলিতে

অথবা হারিয়ে যায়
ক্যাফেটেরিয়ায় পিক আওয়ারের ভিড়ে
তাড়াহুড়োয় ফেলে যাওয়া প্রিয় নোটবুকের মতো

অথবা...'

আর পারছিনা!
অনভ্যাসে মরচে পড়ে গেছে মাথায়!
বড় ভয়ের কথা !


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।