আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ার্ডপ্রেস কাষ্টমাইজেশন(পর্ব-৫)।ওয়ার্ডপ্রেস সাইটের ইউজার প্রোফাইলে নতুন সেকশন সহ কাষ্টম ফিল্ড যুক্ত করবেন যেভাবে।

তৃতীয় পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটের ইউজার প্রোফাইলে Contact Info সেকশনে কাষ্টম ফিল্ড যুক্ত করা যায়।
আজ দেখব কিভাবে ইউজার প্রোফাইলে নতুন সেকশন সহ প্রয়োজনীয় ফিল্ড তৈরী করতে পারি।
ডিফল্ট ভাবে ইউজার প্রোফাইলে বেশ কিছু সেকশন থাকে। যেমন,Contact Info,About Yourself ইত্যাদি।
যাহোক,আজ আমরা Extra Information নামে নতুন একটা সেকশন তৈরী করব যেখানে Mobile No,Profession এবং Location নামে তিনটা ইনপুট ফিল্ড থাকবে।


প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে লগিন করুন। এরপর Dashboard থেকে Appearance>Editor এ যান এবং থিমের functions.php ফাইলটি এডিটরে ওপেন করুন। এরপর নিচের কোড টুকু কপি করে ?> এর আগে পেষ্ট করুন। আপনি চাইলে নতুন একটা পি.এইচ.পি ব্লকের মধ্যেও কোড টুকু পেষ্ট করতে পারেন।
এরপর Dashboard থেকে User>Your Profile এ যান এবং স্ক্রল করে নিচে আসুন,লক্ষ্য করুন Extra Information নামে একটা নতুন একটা সেকশন যুক্ত হয়েছে।

যেখানে Mobile No,Profession এবং Location নামে তিনটা ইনপুট ফিল্ড রয়েছে।

এখন উক্ত ইনপুট ফিল্ড থেকে পাওয়া ডেটা দেখানোর জন্য আপনার থিমের single.php ফাইলটি এডিটরে অপেন করে নিচের কোড টুকু যুক্ত করুন যেখানে আপনি দেখাতে চান।
আপনি চাইলে আপনার থিমে single.php ফাইলে পোষ্টের নিচে সুন্দর একটি অথর বস্ক তৈরি করে(যদি না থাকে)সেখানে দেখাতে পারেন। যেমনটা আমি করেছি।

ভাল থাকবেন সবাই।

আজ এতটুকুই।

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.