আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ার্ডপ্রেস কাষ্টমাইজেশন(পর্ব-৫)।ওয়ার্ডপ্রেস সাইটে নিউজ টিকার যুক্ত করবেন যেভাবে।

কেমন আছেন সবাই?আশাকরি ভাল আছেন।
ফাল্গুন আসলেও বসন্ত কিন্তু আসেনি। বেশ শীত পড়ছে।
যাহোক,আজ আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটে নিউজ টিকার যুক্ত করতে পারি।
লক্ষ্য করবেন,অনলাইন সংবাদ পত্রের সাইট গুলোতে লেটেস্ট সংবাদ গুলো এক দিক থেকে অন্য দিকে যায়।

দেখলে মনে হয়,লেখা গুলো কেউ লিখছে। মনে হয় বোঝাতে পারলামনা!আচ্ছা এখান থেকে ডেমো টা দেখে আসুন তাহলে ক্লিয়ার হয়ে যাবে।
এবার বুঝতে পেরেছেন আশাকরি। আমরা যে নিউজ টিকার টা সাইটে যুক্ত করব সেটা দেখতে নিচের মত হবে এবং টিকারে সকল পোষ্টের টাইটেল গুলো দেখাবে (আপনি চাইলে Recent Post/Popular Post এর টাইটেল ও দেখাতে পারেন। তবে তার জন্য কোডিং চেঞ্জ করা লাগবে)।



প্রথমে এখান থেকে জিপ ফাইলটা ডাউনলোড করেন। এরপর আনজিপ করেন তাহলে css এবং js নামে দুইটি ফোল্ডার পাবেন। ফোল্ডার দুইটি কপি করে আপনার সাইটে বর্তমান থিমের ফোল্ডারে পেষ্ট করেন।
এরপর আপনার ওয়ার্ডপ্রেস সাইটে লগিন করে Dashboard থেকে Appearance>Editor এ যান এবং থিমের header.php ফাইলটি এডিটরে ওপেন করুন। এরপর নিচের কোড টুকু কপি করে Your code here ট্যাগের মধ্যে পেষ্ট করে সেভ করুন।


এরপর থিমের footer.php ফাইলটি এডিটরে ওপেন করুন এবং নিচের কোড টুকু কপি করে ট্যাগের আগে পেষ্ট করে সেভ করুন।
এরপর থিমের functions.php ফাইলটি এডিটরে ওপেন করুন এবং নিচের কোড টুকু কপি করে ?> এর আগে পেষ্ট করে সেভ করুন।
এরপর থিমের style.css ফাইল টি এডিটরে ওপেন করুন এবং নিচের কোড টুকু যুক্ত করে সেভ করুন।
¤¤¤¤ বোরিং লাগছে নিশ্চয়। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি।

¤¤¤¤
এবার থিমের index.php ফাইল টি এডিটরে ওপেন করুন এবং নিচের কোড টুকু কপি করে পেষ্ট করুন সেখানে,যেখানে আপনি নিউজ টিকার দেখাতে চান।
উপরের কাজ গুলো ঠিকঠাক করে থাকলে আপনার হোমপেজ টি রিফ্রেস করুন,দেখবেন সুন্দর নিউজ টিকার টি আপনার কাঙ্খিত স্থানে যুক্ত হয়েছে।
ভাল থাকবেন সবাই। ফিরে আসব আবার কোন এক মাঝ রাতে।


সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.