আমাদের কথা খুঁজে নিন

   

রেফারির সমালোচনায় মরিনিয়ো

প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে ৪-১ গোলে হেরে যাওয়া রিয়ালকে ফাইনালে ওঠার জন্য ফিরতি লেগে ৩-০ গোলে জিততে হতো। মঙ্গলবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবাউয়ে ২-০ গোলে জিতেও মরিনিয়োর দলের কোনো লাভ হয়নি। দুই লেগ মিলিয়ে ৪-৩ অগ্রগামিতায় ফাইনালে পৌঁছে গেছে জার্মান ক্লাব বরুসিয়া। চেলসির কোচ থাকার সময় থেকেই ওয়েবকে ভালো করে চেনা মরিনিয়োর অভিযোগ, দ্বিতীয়ার্ধে হ্যান্ডবল করলেও বরুসিয়ার ডিফেন্ডার ম্যাটস হামেলকে রেফারি লালকার্ড দেখাননি। তিনি বলেন, “এটা সত্যিই অবিশ্বাস্য।

আমি সব সময় বলি যে তিনি (ওয়েব) খুবই ভালো রেফারি। তবে হামেলকে লালকার্ড না দেখানোর ব্যাপারটা বিশ্বাস করাই কঠিন। ” রেফারির সমালোচনা করে প্রায়ই ঝামেলায় জড়িয়ে পড়া মরিনিয়ো আরো বলেন, “আমি এর মধ্যে তার (ওয়েব) সঙ্গে কথা বলেছি। তখনো খেলার ১৮ মিনিট বাকি ছিল। তবু আমি বলবো যে ওয়েব যেমন একজন ভালো রেফারি, তেমনি উদার মনের মানুষ।

” আগামী ২৫ মে লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালে বরুসিয়ার প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ অথবা বার্সেলোনা। সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ৪-০ গোলে জিতেছে বায়ার্ন।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.