আমাদের কথা খুঁজে নিন

   

ভিনদেশী বীর.....

বেড়ে ওঠার চেষ্টা করছি

বাটা (Bata) স্যান্ডেল কোম্পানির স্যান্ডেল পরে নাই এমন কাউকে বোধয় খুঁজে পাওয়া যাবে না । চপ্পল থেকে শুরু করে জুতা পর্যন্ত সবই কম বেশী পরেছি। ইদানিং আর বোধয় কারও ঠিক সেদিকে যাওয়া পড়ে না। বাটা বুড়িয়ে গিয়েছে। আজ হটাৎ বাটা'র পেছনে কেন লাগলাম ? কারণ কিছু জিনিস জানাতে চাই ।



১৯৭০ সালে ওয়াডারল্যান্ড নামে এক ভদ্রলোক বাংলাদেশে আসেন বাটা কোম্পানির ম্যানেজার হয়ে। ৭১ সালে পাকিস্তানীদের হত্যাযজ্ঞ তার হৃদয় ছুঁয়ে যায়। ভদ্রলোক ছিলেন খুব ই কৌশলী। তিনি অপারেশন সার্চ লাইটের নৃশংসতার ছবি তুলে বহিঃবিশ্বে পাঠান। ২২তম বেলুচ রেজিমেন্টের ক্যাপ্টেন সুলতান নেওয়াজের সাথে তিনি খুব কৌশলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন ।

এরপর তৎকালীন গভর্নর টিক্কা খান এবং রাও ফরমান আলীর সাথেও ভালো বন্ধুত্ব গড়ে তোলেন । চতুর ওয়াডারল্যান্ড নিয়াজির সাথেও একটা বেশ চমৎকার সম্পর্ক গড়ে তোলেন। এভাবে ক্যান্টনমেন্ট এর ভেতরে তিনি তার প্রবেশ সম্পূর্ণ অবাধ করতে সক্ষম হন ।

এভাবে তিনি ক্যান্টনমেন্টের বিভিন্ন সংবাদ যোগাড় করে ২নং সেক্টরের এ টি এম হায়দারের কাছে পাঠান। এছাড়া তিনি ঢাকায় গেরিলা মুক্তিবাহিনীদের গঠন ও প্রশিক্ষনে ব্যাপক ভূমিকা পালন করেন।

এমনকি নিজের অফিসেও তিনি মুক্তি বাহিনিদের প্রশিক্ষন দেন। স্বাধীনতার পর তাকে বীর প্রতীক খেতাব প্রদান করা হয়।

ভাবলে আসলে অবাক হয়ে যাই , ভিনদেশী এক লোক কিভাবে অচেনা একটা দেশের জন্য এত কিছু করতে পারে ! এমন লোকগুলোর মানবিকতা দেশ ,কাল , পাত্র কখন যে ভেদ করে এসেছে তা তারা নিজেরাও জানে না ! মানবিক মানুষগুলো বুঝি এমনই হয় ! লোকে শুনলে হয়ত হাসবে, কিন্তু আজ আমার কেন জানি বাটা কোম্পানিটার উপরে কৃতজ্ঞতার অন্ত থাকছে না । ওই কোম্পানির হাত ধরেই না এমন মহৎ মানুষের এই দেশে আগমন ! কেন জানি মনে হচ্ছে স্যান্ডেল , জুতা শুধু পায়ে ঠেলবার জিনিস নয় ... মাঝে মাঝে মাথায়ও তোলা যায় ! ( হাসবেন না প্লীজ ) । ।

আবেগায়িত হয়ে গিয়েছি !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।