আমাদের কথা খুঁজে নিন

   

সতীর্থদের প্রতি ম্যাথিউসের আহ্বান

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে দুটি টি-টোয়েন্টিতে জয় এসেছে। আমরা জানি, ওয়ানডেতে জয় পাওয়া অনেক বেশি কঠিন হবে। আশা করি ছেলেরা ছন্দ ধরে রাখবে। তবে বাংলাদেশকে হারাতে হলে আমাদের প্রত্যেককে নিজের সেরাটাই দিতে হবে। ”

“টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ খুব ভালো খেলেছে।

ওদের দলটি তরুণ এবং লড়াকু। খেলার কোনো পর্যায়েই ওরা হাল ছাড়ে না। দ্বিতীয় টি-টোয়েন্টিতে তো মাত্র ১২০ রান করেও জিতে যাচ্ছিল। আমাদের তাই কখনোই মনোযোগ হারালে চলবে না। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করার চেষ্টা করবো।



টি-টোয়েন্টির মতো ওয়ানডে সিরিজেও সেরা দল নামানোর কথা জানিয়ে ম্যাথিউস বলেন, “আমরা কোনো পরীক্ষা-নিরীক্ষার দিকে যাব না। সেরা একাদশ নামিয়ে খেলাটা উপভোগ করতে চাই। আমাদের পরীক্ষা-নিরীক্ষা করার কোনো পরিকল্পনা নেই। ”

প্রথম টি-টোয়েন্টিতে দারুণ সূচনা এনে দেয়া তরুণ কৌশল পেরেরা ও অভিজ্ঞ তিলকরত্নে দিলশানের কাছ থেকে ওয়ানডেতেও একই প্রত্যাশা ম্যাথিউসের। তিনি বলেন, “কেউ তার (কৌশল) খেলার ধরণ পরিবর্তন করতে বলেনি।

তাকে অবশ্যই তার সহজাত খেলা চালিয়ে যেতে হবে। তাদের মতো আক্রমণাত্মক উদ্বোধনী জুটিই চেয়েছিলাম আমরা। ”

অভিজ্ঞ বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ না থাকলেও স্পিন আক্রমণ নিয়ে কোনো দুর্ভাবনা নেই ম্যাথিউসের। তিনি বলেন, “(অজন্তা) মেন্ডিস অনেক ম্যাচ খেলেছে। সচিত্রাও (সেনানায়েকে) তাই।

ওরা শ্রীলঙ্কার সেরা স্পিনারদের মধ্যে পড়ে। বরং রঙ্গনাই (হেরাথ) খুব বেশি ওয়ানডে খেলেনি। ”


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।