আমাদের কথা খুঁজে নিন

   

নিউজিল্যান্ডের ইনিংস বিজয়

ডুনেডিনে বৃষ্টি বাঁচিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু ওয়েলিংটনে আর বাঁচতে পারল না ক্যারিবীয়রা। হেরে গেল তৃতীয় দিনেই। বাঁ হাতি পেসার ইয়ান বুল্টের বিধ্বংসী বোলিংয়ে ইনিংস ও ৭৩ রানে জিতল নিউজিল্যান্ড। ফলে দুই টেস্ট সিরিজ জিতে নিল ব্রেন্ডন ম্যাককুলামের নিউজিল্যান্ড। অধিনায়ক হিসেবে এটাই প্রথম টেস্ট জয় ম্যাককুলামের। আর ওয়েস্ট ইন্ডিজের গত চার টেস্টে এটা তৃতীয় ইনিংস হার। ডুনেডিনে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন রস টেলর। ব্রায়ান লারার 'মানসপুত্র' ড্যারেন ব্রাভোও করেছিলেন ডাবল সেঞ্চুরি। ওয়েলিংটনে টেলর সেঞ্চুরির পাশাপাশি চার হাজার রানের মাইলফলক গড়েন। কিন্তু ব্যর্থ হয়েছেন ব্রাভো। শুধু ব্রাভো নন, ব্যর্থ হয়েছে পুরো ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৩৫ বলে হারিয়েছিল শেষ ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭৪ রান তোলার পর বুল্টের গতি ও সুইংয়ে নাকাল হয়ে ১৭৫ রানে গুটিয়ে গেছে সফরকারীরা। আসলে শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজ ১৬ উইকেট হারিয়েছে। তার ৯টিই নিয়েছেন ম্যাচসেরা বুল্ট।

প্রথম ইনিংসে ব্ল্যাক ক্যাপসদের সংগ্রহ ছিল ৪৪১ রান। জবাবে দ্বিতীয় দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ১৫৮ রান তুলে। তখন মনে হয়েছিল ফলো অন এড়াবে ক্যারিবীয়রা। কিন্তু গতকাল খেলতে নেমে শেষ ৬ উইকেট হারিয়ে বসে মাত্র ৩৫ বলে ২৮ রানের ব্যবধানে। ফলো অনে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংস হার এড়াতে খেলতে নেমে দুই ক্যারিবীয় ওপেনার কিয়েরন পাওয়েল ও এডওয়াডর্স ৭৪ রান যোগ করেন স্কোরবোর্ডে। আবারও বড় ইনিংসের স্বপ্ন। কিন্তু বুল্ট, টিম সাউদি ও ওয়াগনারদের সাঁড়াশি আক্রমণ সামাল দিতে ব্যর্থ হয় সফরকারী ব্যাটসম্যানরা। গুটিয়ে যায় ১৭৫ রানে। ফলে দুই দিন আগেই হেরে যায় ইনিংস ও ৭৩ রানে। প্রথম ইনিংসে ৬ ও দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন ইয়ান বুল্ট।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড : প্রথম ইনিংস, ৪৪১/১০, ১১৫.১ ওভার (রস টেলর ১১৯, বি জে ওয়াটলিং ৬৫। টিনো বেস্ট ৪/১১০)।

ওয়েস্ট ইন্ডিজ : প্রথম ইনিংস, ১৯৩ (ইয়ান বুল্ট ৬/৪০) ও দ্বিতীয় ইনিংস, ১৭৫/১০, ৫৪.৫ ওভার (পাওয়েল ৩৬, এডওয়ার্ডস ৩৫, চন্দরপল ৩১*। বুল্ট ৪/৪০, সাউদি ৩/২৪, ওয়াগনার ২/৬৭)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.