আমাদের কথা খুঁজে নিন

   

শিশুদের প্রশিক্ষন ও তরবিয়তের মুলনীতি



শিশুদের প্রশিক্ষন ও তরবিয়তের মুলনীতি সম্পর্কে সাইয়েদ আবুল হাসান আলী নদভী (রহঃ) এর আম্মা সাইয়েদা খায়রুন্নেসা (রহঃ)এর মুল্যবান নসিহতঃ

“বাচ্চাদেরকে অসৎ সঙ্গ থেকে দূরে রাখো। সব সময় খেয়াল রেখো, তার তবিয়ত যেন অন্য কোনো দিকে আকৃস্ট না হয়। জীদ ধরলে তার সামনে নতি স্বীকার কর না । আর চাইবার আগেই তার ইচ্ছা পুরন করে দাও যাতে তার ভেতর যেদ সৃস্টি না হয় । তার সঙ্গে আচারনে-পরিস্থিতির দিকে এতটা খেয়াল রাখবে যাতে তোমার থেকে নির্ভয় না হয়ে যায় ।

তোমার ইশারাই যেন যথেস্ট হয় । খুব বেশী মারধর করবে না কিংবা বকবে না । এতে সে বেহায়া হয়ে যাবে । ব্যাস! ইশারা-ইংগিতের সাহায্য গ্রহন কর । সব সময় বাকা কথা বলো না ।

ছটোখাটো দোষ-ত্রুটির ব্যাপারে তাকে বুঝিয়ে বল (যে, এটা করতে নেই বা এ ধরনের বলতে নেই । ) ক্রধান্বিত অবস্থায় এমন বাজে ও বেহুদা কথা বল না যাতে সারা জীবন তোমাকে পস্তাতে হয় । তার কথা শুনে কিংবা তার পক্ষ হয়ে কাউকে গালমন্দ বলোনা , বরং এ বিষয়ে তাকেই দোষী ও অপরাধী ভেবো । তার কথা বিশ্বাস কর না । শিশুকে প্রহার করার পরক্ষনেই হাসবে না এবং তার সঙ্গে খোলামেলাভাবে কথা বলবে না ।

এতে তোমার প্রতি তার যে সংকোচ ও সম্ভ্রমবোধ ছিল তা উঠে যাবে । তুমি যে তাকে ভালোবাসো তা তার সামনে প্রকাশ করোনা । কোনো ব্যাপারে তার প্রতি তুমি অনর্থক ও অহেতুক পক্ষপাতিত্ব কর না । সমস্ত ছেলে-মেয়েকেই এক নজর ও এক দৃস্টিতে দেখবে । একের ওপর অন্যকে অগ্রাধীকার কিংবা প্রাধন্য দিবে না ।

এতে প্রধান্যপ্রাপ্ত শিশুটি অন্যদের ছোটো ও অবঙ্গেয় ভাবতে শিখবে । বচ্চারা যা চাইবে তাই পুরণ করা বড় রকমের ভুল । একে ভালোবাসা বলে না , বরং তা শত্রুতারই নামান্তর । ”

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.