আমাদের কথা খুঁজে নিন

   

নিত্যতা // শাফিক আফতাব //

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

বয়স বেড়ে বেড়ে হাড়ের ওজন বাড়ে
ভালোবাসার ভেতর আসে হলুদাভ রঙ
কেউ কারো তখন মন না কাড়ে
মানুষ তখন আর সাজে না সঙ।

ক্রমে প্রেমের কাছে অানে স্বচ্ছ পবিত্রতা
কী সুন্দর মিহি ভাষায় ভাষণ ছুঁড়ে __
নামাজের আগেই তখন জায়নামাজ পাতা
পূণ্যগুলো সঞ্চয় করে জীবন কুঁড়ে কুঁড়ে।



অনেক দেখেছি আমি ভালো ভালো মানুষ
অবাধ হারাম আর খেয়েছে ঘুষ
বয়সের ভাঁড়ে যখন ভাগাড়ে যাবে __
তখন তার হয় ভাই একটুখানি হুঁশ।

সময়ের কাছে এসে মাথা ন্যুজ্য করে __
কত ভালো কথা বলে আহা অকাতরে....
১৮.০২.২০১৪
নিত্যতা //
শাফিক আফতাব //

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।