আমাদের কথা খুঁজে নিন

   

হলমার্কের দেয়া কোটি টাকা আর ফ্ল্যাটের চাবি প্রত্যাখ্যানের অপরাধ।

লিখতে ভাল্লাগে না, ঠিক যে ভাল্লাগে না তাও না! আসলে পারি না। তবে কাউকে খোচাইতে ভাল্লাগে। যখন আমার কমেন্ট পড়ে কারো শুকতালু গরম হয়ে যায় তখন আমি স্বর্গীয় আনন্দ পাই! ‎"জীবনে আমি কোন আর্থিক অনিয়ম করিনি, কোটি টাকার প্যাকেট রিফিউজ করেছি। সংসার চালাতে হিমশিম খাই, ঠিকমতো বাজার করতে পারিনা, বৃদ্ধ মায়ের প্রপার ট্রিটমেন্ট করতে পারিনা, অন্যান্য জিএম দের মত আমার একাধিক ফ্ল্যাট নেই। জিএম স্ট্যাটাসের সাথে মানায় না এরকম একটা ফ্ল্যাট কিনেছি ব্যাংক লোনে।

দুটো ছেলেকে এখনও দাঁড় করাতে পারিনি। আমি কোন দল করি না। আমার ডিএমডি প্রমোশন ডিউ। তবে কেন আমার জীবনের "দ্যা এন্ড" হয়ে যাচ্ছে? এন্ড সার্ভিস বেনিফিট পাবো না, ফ্ল্যাটটা নিলামে উঠবে। ছেলেরা কোথায় থাকবে? কি অপরাধে আমি জেলে যাবো? আমার জীবনে কোন ক্রাইম করিনি, আজতক থানা এবং আদালতে যাইনি।

৩৭ টা ক্রিমিনাল মামলা আমার বিপক্ষে। অথচ হলমার্ক স্ক্যাম আমি ডিটেক্ট করেছি। আর এই অপরাধে আমাকে ৬ মাসে ৩ বার সিলেট, রংপুর, কুমিল্লা ট্রান্সফার করা হল। " -মাইনুল হক সিরাজী, জিএম, সোনালি ব্যাংক (তাঁর অপরাধঃ পরিচালনা পরিষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যখন ব্যাংক লুটপাটের সুযোগ করে দিচ্ছিল তিনি তখন হলমার্কের দেয়া কোটি টাকা আর ফ্ল্যাটের চাবি প্রত্যাখ্যান করে অডিট টিম পাঠানোর উদ্যোগ নিয়েছিলেন রূপসী বাংলা শাখায়) জাগো বাহে কুন্তে সবাই। ফেসবুক থেকে সংগৃহীত... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.