আমাদের কথা খুঁজে নিন

   

'ডালিম হোটেলে বাবাকে নির্যাতনে হত্যা করা হয়'

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে প্রসিকিউশনের পঞ্চম সাক্ষী শিবু দাসের জবানবন্দি নেওয়া হয়েছে। গতকাল বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জবানবন্দি রেকর্ড করেন। পরে সাক্ষীকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী মিজানুল ইসলাম।

জবানবন্দিতে শিবু দাস বলেন, ১৯৭১ সালের নভেম্বরের দিকে মীর কাসেমের নির্দেশে আমার বাবা রণজিৎ দাসকে চট্টগ্রামের বাসা থেকে ধরে নিয়ে যায় আল বদর সদস্যরা। পরে তাকে ডালিম হোটেলে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। জবানবন্দিতে সাক্ষী বলেন, ১৯৭১ সালে আমার বয়স ছিল তিন বছর। বাবার কোনো স্মৃতি মনে নেই। আল বদর বাহিনীর হাতে বাবার হত্যাকাণ্ডের কথা বড় হয়ে মায়ের কাছে শুনেছি।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.