আমাদের কথা খুঁজে নিন

   

মেজর ডালিম ও জিয়া

"শুন্যকে খুজতে যেওনা , শুন্য শুধুই শুন্য" এভাবেই ভাবতে শেখ , যদি তুমি হও ভঙ্গুর । ( 0 is 0 , dont search 0 . think it this way if you are fraint ) - সাজিদ কবির ( :-p )

অনেককেই আজকাল দেখি ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ রক্ষার সাইটগুলোতে মেজর ডালিম নামে একাউন্ট খুলেছে । তাদের আবার অনেক বন্ধুও আছে । আমি বুঝি না মানুষ বুঝে তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট এক্সেপ্ট করে নাকি না বুঝে । কারন বলা বাহুল্য যে আমরা কম বেশী সবাই জানি যে মেজর ডালিম কে এবং কি করেছিলেন ।

মেজর ডালিম হচ্ছে বাংলাদেশের একটি কলঙ্ক বই কিছুই নয় । এই মেজর ডালিম ই ছিলো বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যার মূল খলনায়ক । ১৯৭১ সালের ১৪ ই আগস্ট তৎকালীন সামরিক প্রধান মেজর জিয়া হতে বঙ্গবন্ধুকে হত্যার নকশা বাস্তবায়নের অনুমতি পায় এই মেজর ডালিম । মেজর জিয়ার কাছে গিয়ে যখন ডালিম বলেছিলো যে আমরা এইরকম একটা অপারেশন করতে চাই , তখন মেজর জিয়া বলেছিলো , " go ahead , তোমরা যদি পার তবে কর " । এখানে একটা বিষয় পরিস্কার যে মেজর ডালিম জিয়ার সম্মতিতেই এই হত্যাকান্ড পরিচালনা করেছিল ।

এই ঘটনার পরেও কি মেজর জিয়া কে শহীদ জিয়া বলা যায় ? এই প্রশ্ন আমার জাতির বিবেকের কাছে । আর মেজর ডালিম কি কোনো গর্বিত উপাধি হিসেবে পরিচিত হতে পারে ?? । ওইসব মানুষ রূপী পশুদের জন্য ঘৃণা ব্যাতীত আর কোনো অনুভূতি অন্তত আমার মনে জাগে না । যারা এই মেজর ডালিম নামে আমাদের এই স্বাধীন বাংলায় নিজের পরিচিতি প্রকাশ্যে বয়ান করতে পারে , তারাই যখন বলে গনতন্ত্র আজ বিপন্ন সেইটা আমার কাছে কিছুটা কৌতুক মনে হয় । কারন গনতন্ত্র বলেই তোরা এই দুঃসাহস দেখাতে পারছিস ।

আমি হলে তো তোদের ...... থাক আর লিখলাম না। তাদের উদ্দেশ্যে বাক্য ব্যয় করাটাও অপচয় ।

>>>>> সাজিদ এক প্রবাহমান দাবানল


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.